বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনের প্রিলোডেড অ্যাপ হিসেবে কার্যক্রম চালু করতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করেছে সুইডেনভিত্তিক সফটওয়্যার ট্রুকলার। ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও লাতিন আমেরিকার বাজারে থাকা স্মার্টফোনে এ সেবা চালু করতেই উদ্যোগটি নেয়া হয়েছে। তবে চুক্তির আওতায় থাকা কোনো প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি। খবর ইটি টেলিকম।
ট্রুকলারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালান মামেদি বলেন, স্প্যাম ডিটেকশন ও কলদাতার পরিচয় পরিষেবা কোম্পানিটি দুই বছরের মধ্যে ১০ কোটি ডিভাইসে ট্রুকলার অ্যাপ প্রিবিল্ট হিসেবে যুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ভবিষ্যতে ট্রুকলার আরো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার চেষ্টা চালিয়ে যাবে।
প্রি ইনস্টল সফটওয়্যার হলেও ডিভাইসগুলোয় ট্রুকলারের নতুন কোনো ব্যবহারকারী তৈরি হবে না। তবে সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে আরো অনেকে এর সুবিধা ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। মামেদি বলেন, ভারতে ৪৫ কোটি স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে ২২ কোটি ডিভাইসে ট্রুকলার সফটওয়্যার ও অ্যাকাউন্ট রয়েছে। আগামী তিন বছরে এর পরিমাণ ৭০ কোটি ছাড়িয়ে যাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।
কোম্পানির সিইওর তথ্যানুযায়ী, এ চুক্তি ট্রুকলারের আরো বিস্তৃত বাজার তৈরির কার্যক্রম গতিশীল করবে। তিনি বলেন, গত দুই বছরে বাজারে আমাদের অবস্থান ৩৫-৫০ শতাংশে উন্নীত হয়েছে।
২০২১ সালের ডিসেম্বরে ৪৫ লাখ ডলারে ইসরায়েলের কলহিরো প্রতিষ্ঠান অধিগ্রহণে চুক্তি স্বাক্ষর করে ট্রুকলার। ইসরায়েলভিত্তিক কলহিরো প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসংবলিত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছে। যেটি ব্যবহারকারীর ডিভাইস নিয়ন্ত্রণের মাধ্যমে ফোনকলের উত্তর দেয়া, মেসেজ পাঠানোসহ ক্যালেন্ডারের ইভেন্টও বন্ধ করতে পারবে।
ট্রুকলারের সঙ্গে কলহিরোর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটি ধীরে ধীরে যুক্ত করা হবে এবং ভারতসহ বিশ্বের সব দেশের ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।