বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মার্কিন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলার দুটি মডেলের ফোনে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলছে দেশের বাজারে। জি৩১ এবং মটো ই৪০ মডেলের ফোনে রয়েছে নিশ্চিত এক হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়। প্রতিষ্ঠানটির ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা এমনটাই জানিয়েছে।
এর পাশাপাশি বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা বাড়িয়ে দিতেও শামিল হয়েছে মটোরোলা। যে কোনো হ্যান্ডসেট কিনলে আর্জেন্টিনা বা ব্রাজিলের জার্সি উপহার পাবেন ক্রেতা। ক্যাম্পেইন চলাকালীন সেলেক্সট্রার অনলাইন অথবা শোরুমগুলো থেকে মটোরোলার যে কোনো ফোন কিনলেই ক্রেতা তার পছন্দের জার্সি উপহার পাবেন। অফারটি চলবে সেপ্টেম্বর মাসজুড়ে।
সেলেক্সট্রা জানিয়েছে, অফলাইনের পাশাপাশি কেউ যদি অনলাইন থেকে ফোন কিনে থাকেন তাহলেও ডিসকাউন্ট ও তার পছন্দসই জার্সি পাবেন।
এছাড়াও লেনোভো ট্যাবলেট, এমাজফিট, ডিজো, জেডটিই, অ্যাপল, এক্সট্রা টেক লাইফ প্রোডাক্ট ইত্যাদি ব্র্যান্ডগুলোর অরিজিনাল পণ্য রয়েছে সেলেক্সট্রার সাইটে। তিন বছর ধরে এসব ব্র্যান্ডের অরিজিনাল পণ্য সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি।
মটোরোলা ই৪০ ফোনটিতে রয়েছে ইউনিসক টি৭০০ প্রসেসর। ৬.৫ইঞ্চি ডিসপ্লের এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা হচ্ছে ৪৮ মেগাপিক্সেল। ৯০ হার্জ রিফ্রেশ রেট।
এদিকে মটোরোলা জি৩১ ফোনটিতে রয়েছে ইউনিসক শক্তিশালী হেলিও জি৮৫। ৬.৪ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা হচ্ছে ৫০ মেগাপিক্সেল। ৬০ হার্জ রিফ্রেশ রেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।