অপো এর জনপ্রিয় রেনো এইট সিরিজ এর স্মার্টফোন বাজারের উন্মোচন করার সময় কোম্পানির ভাইস প্রেসিডেন্ট স্মার্টফোনের ব্যাটারির ভবিষ্যৎ ইনোভেশন নিয়ে কথা বলেছেন।
ভাইস প্রেসিডেন্ট Billy Zhang জানান তারা চান ভবিষ্যৎ এ তাদের স্মার্টফোনের ব্যাটারিতে নতুন ফিচার যুক্ত হোক যাতে কাস্টমাররা উপকৃত হয়। একটানা ২০ বছর যেন স্মার্টফোনের ব্যাটারি কোন সমস্যা বাদেই সার্ভিস দিতে পারে এবং ২০ বছর ধরে টিকে থাকতে পারে সে ধরনের ইনোভেশন নিয়ে কাজ করতে প্রস্তুত অপো।
তবে অপো কোয়ালকম ও মিডিয়াটেক এর টেকনোলজির উপর নির্ভর করবে নাকি নিজেদের চিপসেট এর দিকে মনোযোগী হবে সেটা নিশ্চিত করা হয়নি। ভাইস প্রেসিডেন্ট Billy আরও জানান ভবিষ্যতে ক্রেতাদের সুবিধার জন্যই ব্যাটারির লাইফ উন্নত করা জরুরি হয়ে পড়েছে।
স্মার্টফোনের ব্যাটারি নিয়ে নতুন করে গবেষণা করে বাড়তি ফিচার যুক্ত করার এখনই সময়। ব্যাটারি লাইফ কিভাবে বাড়ানো যায় সেই নিয়ে দুটি পরীক্ষা বর্তমানে চালু রেখেছে অপো। তিনি আশা করছেন যে অপো এরকম ব্যাটারি নিয়ে আসতে পারবে যা একটানা ২০ বছর টিকে থাকতে পারবে।
অনেক কাস্টমার ব্যাটারি লাইফের সমস্যার কারণে বিভিন্ন স্মার্টফোন পছন্দের তালিকা থেকে বাদ দিয়ে দেন। ব্যাটারির জীবন যদি লম্বা সময় ধরে টিকে থাকতে পারে তাহলে তা পরিবেশের জন্যই ভালো হবে।
অপো এর reno 8 pro স্মার্টফোন এর ব্যাটারি একটা না চার বছর বা ১৪০০ চার্জিং সাইকেল নিয়ে টিকে থাকতে সক্ষম। অপো এর পরবর্তী জেনারেশনের ভাঁজযুক্ত স্মার্টফোন ব্যাটারি সেকশন সহ অন্যান্য ক্ষেত্রে আরো উন্নত ফিচার নিয়ে মার্কেটে আসবে বলে তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।