বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : এখন সকলের হাতেই স্মার্টফোন, আর প্রত্যেকেই ফটোগ্রাফার। এমন ঘটনাই ঘটছে সাম্প্রতিক। প্রযুক্তির দৌড়ে এখন হাতে হাতে স্মার্টফোন। স্মার্টফোনের পেছনেই লাগানো রয়েছে ১০ থেকে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেই ক্যামেরা ব্যবহার করে প্রতিটি মুহূর্ত বন্দি হয়ে যাচ্ছে এক নিমেষে।
তবে আসলেই যারা ছবি তুলে উপার্জন করতে চান কিংবা সত্যিকারের ভালো ছবি তুলতে চান, তাদের কী করা উচিত? ফটোগ্রাফাররা ঠিক কোন জিনিসগুলো মাথায় রাখলে তাদের তোলা ছবি পৌঁছে যাবে অন্য মাত্রায়।
কম আলো থাকলে কী করা উচিত?
বেশি আলো থাকলে ছবি কি করলে জ্বলবে না। মডেল বসিয়ে দেওয়া হল সব ধরনের উদাহরণ। ভালো ছবি তুলতে গেলে কি প্রয়োজন? একটা স্মার্টফোনেও ভালো ছবি তোলা যায় যদি পন্থা জানা থাকে। ছবি তোলার জন্য অনুশীলনের প্রয়োজন রয়েছে এবং স্মার্ট ফোন দিয়ে অনুশীলন করলে পকেটেও হালকা থাকবে সঙ্গে মূল্যায়নও হবে। এছাড়াও ছবি তোলার হিড়িক উঠলেই দামি দামি ক্যামেরা কেনার প্রয়োজনীয়তা নেই।
ভালো ফটোগ্রাফারের কাছে আলো বা কালারের কথা ভাবাই উচিত নয়, বরং একটা ভালো মুহূর্ত খুবই গুরুত্বপুর্ণ। পোজ দিয়ে আলো লাগিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে আনন্দ কম তবে ক্যান্ডিড ছবি তুলতে পারলে সেটাই আসল উপলব্ধি। ফটোগ্রাফি একটা আর্ট। ফটোগ্রাফারদের সর্বোচ্চ সম্মান পুলিৎসার প্রাইজ।
হোয়াটসঅ্যাপে এই ভুল করলে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ যাবে অন্যের হাতে
যতগুলো ছবি পুলিৎজার প্রাইজ পেয়েছে সেই ছবিগুলো দেখলে বোঝা যায় যে প্রতিটি ছবি একটা গল্প বলছে। একাধিক গল্প বলে একটি ছবি। সে কারণে একজন ফটোগ্রাফারকেও ভালো ‘স্টোরি টেলার’ বা ‘কথক’ হতে হবে। এবং তাকেও বুঝতে হবে স্টোরি, এমনটাই মনে করেন অভিজ্ঞ ফটোগ্রাফাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।