বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ছাড়ার ঘোষণা দিয়েছে নির্মাতা গুগল। সদ্য অনুষ্ঠিত গুগল ডেভোলপার সম্মেলনে ‘অ্যান্ড্রয়েড ১৪’ নামের এ সংস্করণের ফিচারগুেলা দেখিয়েছে কোম্পানিটি। এই সংস্করণের ডেজার্ট নেম হলো ‘আপসাইড ডাউন কেক’। খাবার হিসেবে আপসাইড ডাউন কেক এমন এক ধরনের কেক, যার নিচে টপিং এবং ওপরে কেক দিয়ে বেক করা। যদিও খাবার হিসেবে এটি তেমন একটা জনপ্রিয় নয়। তবে অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণ স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বদলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দৈনিক সমকালের প্রতিবেদক ফয়সাল ইসলাম-এর প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।
ফন্ট স্কেলিং ২০০ শতাংশ
নতুন সংস্করণে ফন্ট স্কেলিং ২০০ শতাংশ পর্যন্ত বড় করা হয়েছে। যাদের দৃষ্টিতে সমস্যা রয়েছে, তারা এবার সহজেই বড় স্কেলিংয়ের ফন্ট রেখে ফোন ব্যবহার করতে পারবে।
স্ক্রিনশট নিলে জানান দেবে
অ্যান্ড্রয়েড প্রাইভেসিতে নতুন ফিচারগুলোর মধ্যে অন্যতম হলো স্ক্রিনশট ডিটেকশন। এতে ব্যবহারকারী কোনো মেসেজের স্ক্রিনশট নিলে তা অপর প্রান্তের ব্যবহারকারীকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ম্যাজিক কম্পোজ এআই টুল
অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণে ম্যাজিক কম্পোজ নামে নতুন একটি এআই টুল যোগ করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন মেসেজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে উত্তর দেওয়া যাবে। এমনকি দৃশ্যের বর্ণনা দিয়ে ছবিও তৈরি করা যাবে।
স্বচ্ছ নেভিগেশন বার
নতুন অ্যান্ড্রয়েডে যোগ করা হয়েছে একটি স্বচ্ছ নেভিগেশন বার সেটিং। অর্থাৎ এর মাধ্যমে নেভিগেশন বারের ব্যাকগ্রাউন্ড কালোর বদলে স্বচ্ছ করা যাবে।
আশপাশের ব্যক্তি থেকে গোপন পিন লুকানো
ব্যবহারকারী যখন কোনো পাবলিক প্লেসে মোবাইল ব্যবহার করে, তখন তার পেছন থেকে বা পাশ থেকে যারা সেটা দেখার চেষ্টা করে তাদের শোল্ডার সারফার বলে। নতুন এই সংস্করণে এনহ্যান্স পিন প্রাইভেসির মাধ্যমে এটিকে লুকানোর ব্যবস্থা করা হয়েছে।
হোম এবং লক স্ক্রিনে ভিন্ন ওয়ালপেপার
লাইভ ওয়ালপেপারের যাত্রা শুরু হয় অ্যান্ড্রয়েডের ২.০ সংস্করণ থেকে। এরপর এগুলোকে শুধু ধারাবাহিকভাবে একটু উন্নত করা হয়েছে। কিন্তু হোম এবং লক স্ক্রিনে এতদিন শুধু স্থির ছবির ক্ষেত্রেই ভিন্ন ছবি ব্যবহার করা যেত। এখন লাইভ ছবির ক্ষেত্রেও এই পরিবর্তন আসছে বলে ধারণা করা হচ্ছে।
স্ক্রিন এবং ফ্ল্যাশ কিউতে ভিজ্যুয়াল নোটিফিকেশন
মোবাইলে ভলিউম কমানো থাকলে নোটিফিকেশনের শব্দ না-ও শোনা যেতে পারে। তাই এ সমস্যা সমাধানের জন্য ভিজ্যুয়াল এবং ফ্লাশ কিউয়ের ব্যবস্থা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পিন নম্বর দেওয়ার পর এন্টার বাটন নয়
সাধারণত ফোনে ঢোকার সময় পিন নম্বর দিয়ে এন্টারে ট্যাপ করতে হয়। কিন্তু এই সংস্করণে সম্ভবত অপশনটি আর থাকছে না। যদিও এটিকে খুব একটা নিরাপদ বলে মনে করছে না অনেকেই। ফিচারটিকে অনেক সময় পাওয়াও যাচ্ছে না।
দেশ অনুযায়ী ক্যালেন্ডার এবং নম্বর সিস্টেম
যেহেতু বিভিন্ন দেশ অনুযায়ী তারিখ, সময় এবং অন্যান্য পরিমাপের একক বা নিয়ম আলাদা, তাই নতুন সংস্করণে অঞ্চল অনুযায়ী পরিমাপের সেটিংগুলো সেভাবে পরিবর্তন হয়ে যাবে।
কি-বোর্ডে বিশেষ সাপোর্ট
বড় স্ক্রিনের ডিভাইসে কাজ করার জন্য বিশেষ সুবিধা আনার চেষ্টা করছে গুগল। অ্যান্ড্রয়েড ১২এল-এ এমন বিশেষ কিছু সুবিধা যোগ করা হলেও এবারের সংস্করণে কি-বোর্ডে যোগ করা হয়েছে বিশেষ সুবিধা। যেমন মডিফায়ার কি’র আচরণে পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ এর মাধ্যমে ক্যাপস লক, কন্ট্রোল, মেটা এবং অল্টার কি’র আচরণ বদলানো যাবে। পাশাপাশি টাচপ্যাড গেশ্চারে আনা হয়েছে অনেক পরিবর্তন।
ব্যাক গেশ্চার প্রিভিউ
অ্যান্ড্রয়েডে সোয়াইপ ব্যাক করে অনেক সময় বোঝা যায় না যে সেটা কোথায় যাবে। বিভিন্ন অ্যাপ নেভিগেট করার সময় এমনটা হয়ে থাকে। নতুন সংস্করণে প্রেডিকটিভ ব্যাক গেশ্চারের মাধ্যমে প্রিভিউ দেখা যাবে– সোয়াইপ ব্যাক করলে সেটা কোথায় যাবে।
ফটো অ্যাকসেসকে সীমাবদ্ধ করা
নতুন সংস্করণে ব্যবহারকারী চাইলে তার যে কোনো ফটোকে অ্যাকসেস করার অনুমোদন সীমাবদ্ধ করতে পারবে। অর্থাৎ ফটো অ্যাকসেস অ্যাপ কোন কোন ফটো অ্যাকসেস করবে আর কোনগুলো করবে না তা নির্ধারণ করে দিতে পারবে।
অ্যাপ ক্লোনিং ফিচার
অ্যাপ ক্লোন করার ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে গুগল। এটি চালু হলে বিভিন্ন অ্যাপকে দুটি করা যাবে। অর্থাৎ ব্যবহারকারী চাইলে একটি ফোনে একসঙ্গে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে।
উন্নত শেয়ার মেনু
শেয়ার মেনুর সমস্যা অ্যান্ড্রয়েডে একটি দীর্ঘমেয়াদি সমস্যা। এর আগে বিভিন্ন আপডেটে এর সমাধানের চেষ্টা করা হলেও প্রকৃতপক্ষে সমস্যাটি থেকেই গিয়েছিল। আশা করা যাচ্ছে, গুগল এবার এর একটি ভালো সমাধান করবে।
হেলথ কানেক্ট
বর্তমানে হেলথ ট্র্যাকিং অ্যাপের অভাব নেই। কিন্তু এই অ্যাপের ডাটা শেয়ার করার জন্য নির্দিষ্ট কোনো এপিআই ছিল না। এবার এটারই একটা সমাধান আনছে গুগল। যদিও হেলথ কানেক্ট প্লে স্টোরে এরই মধ্যে আছে। কিন্তু এটি ফোনে প্রি ইনস্টল না থাকায় অনেকেই এটি সম্পর্কে জানে না। নতুন সংস্করণে এটি প্রি ইনস্টল থাকছে।
অ্যাপ স্টোর আরও উন্নত
নতুন সংস্করণে বেশ কিছু নতুন প্যাকেজ ইনস্টলার এপিআই আনা হয়েছে। এটি ব্যবহারকারীকে অনেক ভালো অভিজ্ঞতা দেবে।
200MP ক্যামেরার সঙ্গে দুর্ধর্ষ ফোন আনছে Honor,টেক্কা দিবে শাওমি, রিয়েলমিকেও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।