আন্তর্জাতিক ডেস্ক : স্মৃতিশক্তি প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রাষ্ট্রীয় গোপন নথি ঠিকমতো সামাল দিতে না পারা-বিষয়ক এক তদন্ত প্রতিবেদন প্রকাশের পর শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। আবেগতাড়িত হয়ে বাইডেন বলেছেন, তার স্মৃতিশক্তি ঠিক আছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার স্পেশাল কাউন্সেল রবার্ট হুর প্রকাশিত এক প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে বাইডেন বলেন, আমার স্মৃতিশক্তি চমৎকার। রবার্ট হুর প্রতিবেদনে বলেছেন, আমার ছেলে কবে মারা গেছে তা আমার মনে নেই।
এরপর বাইডেন আবেগতাড়িত হয়ে পাল্টা প্রশ্ন রাখেন, তিনি এটি কীভাবে বলতে পারেন?
প্রকাশিত প্রতিবেদনে রবার্ট হুর বলেছেন, রাষ্ট্রীয় গোপন নথি যথযাথভাবে সামাল দিতে পারেননি বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে (২০০৯-১৭ সাল) ভাইস-প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। ওই সময়ের বেশ কিছু গোপন সরকারি নথি গত বছর বাইডেনের ডেলাওয়ারের বাড়ি ও ওয়াশিংটন ডিসির ব্যক্তিগত কার্যালয়ে পাওয়া গেছে।
হুরের প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর স্পিকার মাইক জনসন ও প্রতিনিধি পরিষদের শীর্ষ রিপাবলিকান নেতারা উদ্বেগ জানিয়ে বলেন, এ প্রতিবেদন প্রমাণ করেছে বাইডেন প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন।
পরে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আমি সদয় ও বয়স্ক মানুষ। দেশের জন্য কী কাজ করছি, তা আমি জানি। আপনারাও জানেন, প্রেসিডেন্ট হওয়ার পর আমি কী কী কাজ করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।