সাধারণত জরুরি কোন সেবা পেতে ৯১১ নম্বর ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সকলে। আর সে কারণে ৯১১ তে কল পেয়ে পুলিশও উপস্থিত হয়ে যায় ঘটনাস্থলে। সেখানে গিয়ে তারা দেখতে পায় কেএফসি’র ডেলিভারি বয়ের সঙ্গে তখনও চলছে সেই নারীর বাকযুদ্ধ। কি হয়েছে জানতে চাইলে সেই নারী জানান, চিকেন স্যান্ডউইচের বদলে ভিন্ন স্যান্ডউইচ দেয়া হয়েছে যা তিনি চান না। সেই সঙ্গে নতুন স্যান্ডউইচের বদলে তিনি টাকা ফেরত দেয়ার দাবি জানান, যা মানতে নারাজ কেএফসি।
সব বিষয় জানার পর অবশ্য উভয়কে সতর্ক করে পুলিশ। অভিযোগকারী নারীকে জানায়, এটি পুলিশের দায়িত্বে নয়। সেই সঙ্গে অপ্রয়োজনীয় কারণে ভবিষ্যতে ৯১১ এ কল দেয়ার বিষয়েও সাবধান করে দেন। অন্যদিকে ডেলিভারি বয়কে নিয়ম অনুসারে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।