স্যামসাংয়ের কাছে শ্রেষ্ঠত্ব হারাচ্ছে আইফোন!

আইফোন ১৬

বিশ্ব বাজারে স্মার্টফোন বিক্রি বেড়েছে ১০ শতাংশ। তবে বাজার দখল প্রতিযোগিতায় কোরীয় জায়ান্ট স্যামসাংয়ের কাছে শ্রেষ্ঠত্ব হারিয়েছে আইফোন। বছর ব্যবধানে মার্কিন প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রি ১৩ শতাংশ কমে নেমেছে ৫ কোটি ৫ লাখ ইউনিটে।

আইফোন ১৬

২০২৪ সালের প্রথম প্রান্তিকে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের আয় হয়েছে ৯ হাজার ৮০ কোটি ডলার। প্রথম প্রান্তিকের যে প্রতিবেদন তারা তৈরি করেছে সেখানে দেখা যায় যে, প্রান্তিকের ব্যবধানে তাদের আয় কমেছে ৪ শতাংশ। এ সময় বিশ্বব্যাপী আইফোনের চাহিদা কমেছে অন্তত ১০ শতাংশ।

এ সময় বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রে বেড়েছে অন্তত ১০ শতাংশ। বাজার দখলের প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড স্যামসাং এর কাছে নিজের শ্রেষ্ঠত্ব হারিয়েছে আইফোন। বছর ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রের এ প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রি ১৩ শতাংশ কমে গেছে।

অ্যাপল বিক্রি করতে সক্ষম হয়েছে ৫.০৫ কোটি ইউনিট স্মার্টফোন। অন্যদিকে স্যামসাং বিক্রি করতে সক্ষম হয়েছে ৫.৯৪ কোটি ইউনিট স্মার্টফোন। ২০ শতাংশ পর্যন্ত বাজার দখলে রেখেছে স্যামসাং। চীনের অন্য ব্র্যান্ড শাওমি অবস্থান করছে তৃতীয় স্থানে।

বাজারে আধিপত্য হারানোর জন্য চীনের বাজারকে দায়ী করছে অ্যাপল। এখন মনে করে যে, চীনের বাজারে তাদের স্মার্টফোন বিক্রি ৮ শতাংশ পর্যন্ত কমে গেছে। অন্যান্য দেশে এর চাহিদা কিছুটা কমে গেছে। তবে ইউরোপে এটির চাহিদা ও বিক্রি বেড়ে গিয়েছে।

তুলনামূলক কম দামে বাজারে স্মার্টফোন নিয়ে আসছে চীনের বিভিন্ন ব্র্যান্ড। ফলে প্রতিযোগিতা টিকতে না পেরে কমছে অ্যাপলের স্মার্টফোন বিক্রি। তবে পুঁজিবাজারে অ্যাপেলের শেয়ার দর কমে যায়নি। বরং নিউইয়র্ক ষ্টক এক্সচেঞ্জ এ এটির দাম বেড়েছে ৬ শতাংশ।

বাজারে টিকে থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিনিয়োগ করছে অ্যাপল। নতুন মডেলের স্মার্টফোন বাজারে এলে অ্যাপেলের ফোন বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে।