বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত বছরের মতো এবছরও তৃতীয় প্রান্তিকে আয়ের রেকর্ড গড়লো দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রেকর্ড ৭৩ ট্রিলিয়ন ওন আয় করে কোম্পানিটি, যা বিগত বছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ বেশী।
আর মুনাফার পরিমাণ ১৫.৮ ট্রিলিয়ন ওন বা ১৩ বিলিয়ন ডলার, যা বিগত বছরের চেয়ে ২৬ শতাংশ বেশী।
বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বর্তমানে ক্রমবর্ধমান চাহিদার যোগান দিতে একপ্রকার হিমশিম খাচ্ছে। এছাড়াও, স্যামসাং বিশ্বের শীর্ষ ফোন নির্মাতাও বটে। সাম্প্রতিক চিপ-সংকটে স্যামসাং উৎপাদিত চিপের চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে।
মেমরি সংশ্লিষ্ট পণ্যে স্যামসাং-এর আয় বেড়েছে গত বছরের তুলনায় ৪৬ শতাংশ। আর সেমিকন্ডাক্টর বিভাগে আয়ের উল্লম্ফন ১০০ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।