বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রায় তিন বছর ধরে ফোল্ডেবল স্মার্টফোন তৈরিতে শীর্ষস্থান দখল করে আছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। এর মধ্যে স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড সিরিজ বেশ খ্যাতি কুড়িয়েছে। ডিসপ্লের জন্য বরাবরই প্রশংসিত হয়ে এসেছে প্রযুক্তিপ্রেমীদের থেকে। চলতি বছর জানুয়ারির ৫-৮ তারিখ পর্যন্ত চলমান দি ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস) অনুষ্ঠানে স্যামসাং ফোল্ডেবল ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোনের প্রোটোটাইপ প্রদর্শন করে। বিশেষজ্ঞদের ধারণা স্যামসাং ফোল্ডেবল ডিভাইসগুলোর এ প্রোটোটাইপগুলোই ভবিষ্যতের রূপরেখা তৈরি করবে।
ট্রাই ফোল্ড ফ্লেক্স এস ও ফ্লেক্স জি: স্যামসাং গ্যালাক্সি জি-সিরিজে ডাবল ফোল্ড ফিচার এরই মধ্যে সুখ্যাতি বয়ে এনেছে প্রযুক্তিপ্রেমীদের জন্য। সংশ্লিষ্টরা জানান, ডিসপ্লে ডাবল ফোল্ড করা গেলে ট্রাই ফোল্ড ফিচারও আনা সম্ভব। এরই একটি প্রোটোটাইপ ফ্লেক্স এস প্রদর্শন করা হয় সিইএসে। ফ্লেক্স এস ইংরেজি এস অক্ষরাকৃতিতে ফোল্ড করা যায়। ফোল্ড অবস্থায় সাধারণ স্মার্টফোনের মতো ব্যবহার করা যায়। আবার প্রয়োজন মতো ফোল্ড খুলেও ডিসপ্লে বড় করা যায়। ট্যাবটি সম্পূর্ণ আনফোল্ড করলে তার অ্যাসপেক্ট রেশিও হয় ১৬:১০, যা ভিডিও কনটেন্ট দেখার জন্য একটি আদর্শ অনুপাত। এর ওএলইডি ডিসপ্লে ঘিরে একটি প্লাস্টিক ফ্রেম রয়েছে। ট্যাবটির ক্যামেরা বাম দিক থেকে উঠে আসে।
তথ্যানুযায়ী, ফ্লেক্স জি ডিভাইসটিও একই রকমের। পার্থক্য এটুকুই যে ফ্লেক্স এসের মতো ফোল্ড খুলে বাইরে বিস্তার না হয়ে বরং ফোল্ড করে পকেটে রাখা যায়। তবে এর ফলে ফোল্ড বন্ধ অবস্থায় কোনো নোটিফিকেশন দেখতে পাবেন না ব্যবহারকারী। ডিভাইসের ডান দিকে রয়েছে একটি এস-পেন হোল্ডার। একটি ফ্রন্ট ক্যামেরা থাকলেও কেনো ব্যাক ক্যামেরা নেই এ প্রোটোটাইপটিতে।
ফ্লেক্স নোট: সিইএস অনুষ্ঠানে স্যামসাংয়ের ফ্লেক্স নোট প্রদর্শনী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ১৩ ইঞ্চি ল্যাপটপটি একটি বড় ফোল্ডেবল ডিসপ্লে শুধু। কি-বোর্ড ও মাউসের ব্যবহার ছাড়া ডিভাইসের আগে ব্ল্যাকবেরি ও আইফোন বাজারে এনেছে। তবে গেমিংয়ের জন্য খুব একটা নজর কাড়তে পারেনি ডিভাইসগুলো। সে প্রতিবন্ধকতা ঘুচিয়ে দিয়ে সিইএস অনুষ্ঠানে ডেমো হিসেবে একটি গেমও দেখানো হয়েছে ফ্লেক্স নোটে।
সংশ্লিষ্টরা জানান, স্যামসাংয়ের প্রোটোটাইপটি লেনোভো থিংক প্যাড এক্স ওয়ান ফোল্ডের দ্বিগুণ বড়। বিশেষজ্ঞরা বলছেন, ফোল্ডেবল ডিভাইসের ভবিষ্যতে যুগান্তকারী উন্নয়ন আনতে যাচ্ছে স্যামসাং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।