বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সেলফোনের প্রচলন শুরুর পর একটা সময়ে ফোল্ডেবল ডিভাইসের ব্যাপক জনপ্রিয়তা ছিল। অনেক বছর পর বর্তমানে বিভিন্ন স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান পুনরায় ভাঁজযোগ্য ডিভাইস তৈরিতে মনোনিবেশ করছে। স্যামসাং, হুয়াওয়ে ছাড়া বর্তমানে অনর ব্র্যান্ড এ খাতে মনোযোগ বাড়াচ্ছে। তাই প্রযুক্তিবিদদের ধারণা, আগামী বছর বাজারে স্যামসাংয়ের সঙ্গে তুমুল প্রতিযোগিতায় থাকবে অনর। খবর গিজচায়না।
আগামী বছর প্রতিষ্ঠানটি তাদের দ্বিতীয় প্রজন্মের ফোল্ডেবল ডিভাইস বাজারজাত করবে। অনর ম্যাজিক ফাইভ ডিভাইসের মতো নতুন স্মার্টফোনটিও চীনের বাইরে অন্যান্য দেশের বাজারে পাওয়া যাবে। দ্য ভার্জের কাছে দেয়া এক সাক্ষাত্কারে অনরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জর্জ ঝাও এ কথা জানান।
তিনি বলেন, আগামী বছরের প্রথম প্রান্তিকে আমরা ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে দ্বিতীয় প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করব। তবে অনরের এ ঊর্ধ্বতন কর্মকর্তা ফোল্ডিং ডিভাইসের বিস্তারিত কোনো তথ্য উপস্থাপন করেননি। এর পরিবর্তে তিনি জানান, নতুন ডিভাইসটিকে আরো সরু, হালকা ও সাশ্রয়ী করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে।
পরিকল্পনা অনুযায়ী ফোল্ডেবল ডিভাইসটি আনা হলে এটি অনর ম্যাজিক ফাইভ আসার প্রায় এক বছর পর উন্মোচন হবে। এ ডিভাইসের মাধ্যমে প্রতিষ্ঠানটি চীনের অন্যান্য প্রযুক্তি জায়ান্টের সঙ্গে তালিকায় যুক্ত হলো। কেননা অপোর ফাইন্ড এন, শাওমির মিক্স ফোল্ড ও হুয়াওয়ের মেট এক্স ডিভাইস আরো আগে বাজারে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।