স্পোর্টস ডেস্ক : স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সেঞ্চুরি করলেন বাংলাদেশের ব্যাটার মোমিনুল।
বাকি ব্যাটাররা যখন এলেন আর গেলেন, তখন এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি করে মোমিনুল হক আসলে ভারতীয় বোলারদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। রবিচন্দ্রন অশ্বিনকে সুইপ করে বাউন্ডারি মেরে টেস্ট কেরিয়ারের ১৩তম সেঞ্চুরি করেন এই বাঁ হাতি ব্যাটার।
টেস্ট কেরিয়ারে মাত্র দ্বিতীয়বার দেশের বাইরে সেঞ্চুরি করলেন মোমিনুল। ২০২১ সালে প্রথমটি করেছিলেন শ্রীলঙ্কার পাল্লেকেলেতে। দ্বিতীয়টি এল ভারতের মাটিতে।
বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষিত হয়। প্রথম দিন ৩৫ ওভার ব্যাট করে ৩ উইকেটে ১০৭ করেছিল বাংলাদেশ। মোমিনুল অপরাজিত ছিলেন ৪০ রানে, মুশফিকুর ৬ রানে।
সোমবার চতুর্থ দিনের ষষ্ঠ ওভারে বুমরার বল ছাড়তে গিয়ে বোল্ড হন মুশফিকর (১১)। শাকিবের আগে নেমেছিলেন। সিরাজকে মারতে গিয়ে মিড অফে রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন (১৩)।
এবার সাকিবকে মাশরাফির পথ দেখালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
শাকিব ফেরেন মাত্র ৯ রান করে। সময়টা তাঁর একেবারেই ভাল যাচ্ছে না। এদিন অশ্বিনের বলে মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন শাকিব।
লাঞ্চের সময়ে বাংলাদেশের রান ছিল ৬ উইকেটে ২০৫। মোমিনুল ও মিরাজ জুটি পঞ্চাশ রান করেন। মোমিনুল একা ভারতীয় বোলারদের বিরুদ্ধে লড়ছেন কিন্তু অন্য প্রান্ত থেকে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। শেষমেশ বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ২৩৩ রানে। মোমিনুল অপরাজিত থেকে যান ১০৭ রানে। বাকিরা মোমিনুলের পাশে দাঁড়াতে পারলেন না। তার খেসারত দিতে হল বাংলাদেশকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।