জুমবাংলা ডেস্ক : নড়াইলে নিজের সামান্য সামর্থ্য নিয়েই করোনার কবলে কর্মহীনদের পাশে দাঁড়ালেন মুক্ত শেখ নামে এক সমাজসেবী যুবক। কোন প্রকার ভিড় বা জনসমাগম এড়িয়ে এক ব্যতিক্রমী পদ্ধতিতে নড়াইল শহরতলীর আউড়িয়ায় নিজ এলাকার অভাবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে চালাচ্ছেন তিনি।
এলাকার সাড়ে আট শ’পরিবারের তালিকা করে তাদের বাড়ি বাড়ি গিয়ে মুক্ত স্লিপ পৌঁছে দিচ্ছেন। এলাকার দু’টি মুদি দোকান ঠিক করা আছে, যার যার সুবিধা মত সেখানে গিয়ে বিশেষ ঐ স্লিপ দেখালেই দোকানী মালামাল দিয়ে দিচ্ছে।
ব্যতিক্রমী এই পদ্ধতিতে একদিকে যেমন ভিড় বা শারীরিক ঘনত্ব এড়ানো সম্ভব হচ্ছে, অন্য দিকে মধ্যবিত্তরাও লোকচক্ষু এড়িয়ে স্বাচ্ছন্দে সাহায্য নিতে পারছেন।
মুক্তর দেয়া প্রতিটি স্লিপে ৮ কেজি চাল, আধা কেজি ডাল ও আধা কেজি লবণ বিতরণ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।