স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ থেকে আগেই বিদায় নেওয়া শ্রীলঙ্কা ও উইন্ডিজ মুখোমুখি হয়েছিল ১ জুলাই। নিয়মরক্ষার ওই ম্যাচে মন্থর গতির ওভাররেটের কারণে শাস্তি পেল দুই দলই।
আইসিসি আইন অনুযায়ী, ২.২২ ধারায় বর্ণিত আছে স্লো ওভাররেটের দায়ে দলের সকল খেলোয়াড়কে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হবে, যেখানে দলীয় অধিনায়কের জরিমানার পরিমাণ হবে দ্বিগুণ। উক্ত ম্যাচের দায়িত্বরত ম্যাচ রেফারি ডেভিড বুন দুই দলের শাস্তি নিশ্চিত করেছেন। নির্দিষ্ট লক্ষ্যের থেকে উভয় দলই ২ ওভার করে পিছিয়ে ছিল।
২ ওভার পিছিয়ে থাকায় উইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ৪০ শতাংশ আর দলটির বাকি খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা ধরা হয়েছে। লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নেকেও ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।