Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহত শ্রী নিপন চাকমা (৪৭) ফেনী জেলা পুলিশ লাইনে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাঙ্গামাটি জেলার কাউখালী থানার উল্টা রাঙ্গীপাড়া কমলগতির নিরোধ রঞ্জন চাকমার ছেলে।
কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বিকেল ৫টার দিকে চট্টগ্রাম থেকে নম্বর-প্লেটবিহীন মোটরসাইকেল চালিয়ে ফেনী যাওয়ার সময় মসজিদ্দা এলাকায় চট্টগ্রামমুখী একটি খালি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে নিপন রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় পুলিশ ট্রাকচালক মো. বাবলু (২১) ও হেলপার মো. রাজুকে (২৭) আটক করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।