Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সুনামগঞ্জের ধর্মপাশা থেকে ধান বোঝাই একটি ট্রাক মোহনগঞ্জ যাচ্ছিল। এসময় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে পৌঁছালে এক পথচারীকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পথচারীর।
এদিকে, কিশোরগঞ্জের বাজিতপুরে প্রাইভেটকারের চাপায় বাইসাইকেল আরোহী এক শিশুসহ ২জন নিহত হয়েছেন। এছাড়া, ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জের আধুরিয়া এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। ঝালকাঠিতে টমটমের চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



