কুমিল্লা প্রতিনিধি : এজেন্টদের ৫৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় অন্যতম আসামি মন্টু সরকারকে কুমিল্লা ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
রবিবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) আজিমুল আহসান জানান, শনিবার রাতে মন্টু সরকারকে গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় আটক দুই ডাকাত অমর নম ও সহিদুল্লার আদালতে দেয়া ১৪৪ ধারা জবানবন্দি অনুসারে মন্টু সরকারকে গ্রেফতার করা হয়। মন্টু সরকার তিতাসের মৌটুপি গ্রামের খলিল সওদাগরের ছেলে। গ্রেফতার মন্টু সরকারের স্বীকারোক্তি অনুযায়ী তিতাস থানার মৌটুপি গ্রামের বাতেন সরকারের ঘর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এর আগে পুলিশ ১৫ লাখ টাকা উদ্ধার করে এবং ৪ জনকে গ্রেফতার করে।
উল্লেখ্য, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি তিতাসের দড়িকান্দির ব্রিজের কাছ থেকে বিকাশ এজেন্টের কাছ থেকে অস্ত্রধারী ডাকাতরা ৫৮ লাখ টাকা ছিনিয়ে নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।