Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের বাসিন্দাদের জন্য আগামী রবিবার থেকে বিশেষ ভিসা দিচ্ছে যুক্তরাজ্য। এই ভিসায় প্রায় তিন লাখ নাগরিক হংকং ছেড়ে যুক্তরাজ্য যাবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।
হংকংয়ের ব্রিটিশ জাতীয় (বিদেশি) পাসপোর্টধারীরা এবং তাদের ঘনিষ্ঠজনরা স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন, তারা ভ্রমণের নথি হিসাবে বিএনও পাসপোর্টকে আর স্বীকৃতি দেবে না এবং এটি পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে না। এরপর তাদের আরও পদক্ষেপ নেওয়ার এখতিয়ারও আছে বলে চীন জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।