জুমবাংলা ডেস্ক : মেয়াদোত্তীর্ণ ফ্লেভারিং এজেন্ট পাওয়ায় নামি প্রতিষ্ঠান হক বিস্কুট ফ্যাক্টরিকে সতর্ক করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে হক বিস্কুট ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করে সতর্ক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ।
তিনি জানান, আজ তেজগাঁওয়ে অবস্থিত হক বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। অভিযানে ফ্যাক্টরিতে তুলনামূলক পরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা গেছে। তবে কিছু মেয়াদোত্তীর্ণ ফ্লেভারিং এজেন্ট পাওয়া যায়। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দাবি করেছে, ফ্লেভারিং এজেন্ট পণ্য তৈরির জন্য নয়, ল্যাবের কাজের জন্য রাখা হয়েছে। এছাড়া কিছু মিস লেভেলিংয়ের এডিটিভস (খাদ্যে ব্যবহৃত পদার্থ) পাওয়া যায়। পরে মেয়াদোত্তীর্ণ দ্রব্যসমূহ ধ্বংস করা হয় এবং এ বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।