বিনোদন ডেস্ক: দেশে চলছে হকি চ্যাম্পিয়নস ট্রফি। এই আয়োজনের প্রসার বাড়াতে প্রায় প্রতিদিনই মাঠে হাজির করা হচ্ছে শোবিজ তারকাদের।
সেই ধারাবাহিকতায় শনিবার (১২ নভেম্বর) মওলানা ভাসানী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান। খেলার এক ফাঁকে জাতীয় নারী হকি দলের খেলোয়াড় ও দর্শকদের সঙ্গে ফান গেমে অংশ নিয়েছেন তিনি। গেয়েছেন নিজের পছন্দের গানও।
তাহসান হকি মাঠে পৌঁছানোর পর উপস্থিত দর্শকদের মধ্যে বেশ শোরগোল পড়ে যায়। এসময় তাদের সঙ্গে কিছু সময় কাটান, গান পরিবেশন করেন। এরপর সাবেক বিকেএসপি কোচ কাওসার আলী হকি স্টিক কীভাবে ধরতে হয় সেটি শিখিয়ে দেন। সেটি আয়ত্ব হয়ে গেলে হকি প্র্যাকটিস করেন তিনি। প্রথম দিকে গোল করতে না পারলেও পরেরবারে ঠিকই লক্ষ্যভেদ করেন তাহসান।
এসময় তাহসান বলেন, এবারই প্রথম এলাম হকি মাঠে। আমি আপনাদের বলতে চাই যে, একটি দেশের জন্য খেলাধুলা ও সংস্কৃতির চর্চা গুরুত্বপূর্ণ। আমার অনুরোধ, আপনারা সব খেলার পাশে থাকবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।