জুমবাংলা ডেস্ক: শনিবার সকালে ইটালি থেকে ঢাকায় নামার পর যে ১৪২ জন প্রবাসী বাংলাদেশিকে হজক্যাম্পে নেয়া হয়, তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করে যার যার বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। খবর বিবিসি বাংলার।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর জানিয়েছে প্রাথমিকভাবে তাদের কারও মধ্যেই করোনার কোনও লক্ষণ পাওয়া যায়নি।
রাত সোড়ে নয়টার দিকে এই রিপোর্ট লেখার সময় লাইভ টিভিতে দেখা, হজক্যাম্প থেকে একাধিক যাত্রীভর্তি বাস ছেড়ে যাচ্ছে।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপারিচালক জানিয়েছেন, এই ১৪২ জনকে নিজ নিজ বাড়িতে ১৪দিনের জন্য ‘বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে’ থাকতে হবে।
আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বিবিসিকে বলেন, “যারা এসেছেন তাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশকোনা হজ ক্যাম্পে তাদের রাখা হবে না যদিনা কারও বাড়িতে হোম কোয়ারান্টিনে থাকার মতো অবস্থা না থাকে।”
“যেমন তিনি হয়তো কোন মেসে থাকেন কিংবা এতো গাদাগাদি কোন পরিবেশে থাকেন যেখানে অন্যদের ঝুঁকি থাকবে তখন আমরা তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করবো। মানুষের অংশগ্রহণ না থাকলে এই ভাইরাস প্রতিরোধ করা কঠিন হয়ে পড়বে।”
শনিবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে ইতালি থেকে দুবাই হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা।
সেখান থেকে তাদের আশকোনা হজ্ব ক্যাম্পে নেয়া হয়।
ক্যাম্পের পরিবেশ নোংরা, এবং থাকার অনুপযোগী এমন অভিযোগ তুলে সেখানে কোয়ারেন্টাইনে থাকতে স্বীকৃতি জানান ইটালি থেকে এসব প্রবাসীরা। ক্যাম্পের প্রবেশমুখে বিক্ষোভ করতে থাকেন তারা।
বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ক্যাম্পের তত্ত্বাবধানে কিছু সেনা সদস্য মোতায়েন করা হয়।
এ ব্যাপারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক আবদুল্লাহ ইবনে জায়েদ বিবিসি বাংলাকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে সেনাবাহিনীর কয়েকজন সদস্য হজ ক্যাম্পে মানুষের চলাচল নিয়ন্ত্রণে ও নিরাপত্তা বিধানে কাজ করছে।
“পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আমাদের দায়িত্ব। সেনাবাহিনী সেখানে থাকলে আরও শৃঙ্খলা আনা যাবে। এ কথা ভেবেই হয়তো আমাদের অনুরোধ করা হয়েছে। আমরা এখানে পুলিশকে সহায়তা করছি।”
এদিকে ইতালি থেকে দেশে ফেরা আরও ৫৯ জনের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা চলছে।
সেখান থেকে তাদেরকে গাজিপুরের মেডিকেল অ্যাসিস্টেন্স ট্রেনিং স্কুলে নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।
রোববার আরও ১৫৫জন ইতালি থেকে বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন তিনি।
গত জানুয়ারিতে চীনের হুবেই শহর থেকে তিন শতাধিক বাংলাদেশিকে ফিরিয়ে এনে আশকোনা হজক্যাম্পে টানা ১৪ দিন কোয়ারেন্টাইন করা হয়েছিল।
স্বাস্থ্য পরীক্ষায় এবং কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে তাদের কারও মধ্যেই করোনাভাইরাসের কোন অস্তিত্ব পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।