জুমবাংলা ডেস্ক : বারবার সময় বাড়ানো হলেও হজের কোটা পূরণ না হওয়ার জন্য এজেন্সিগুলোকে দায়ী করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
তিনি বলেন, আমরা ইতোমধ্যেই হাবের (হজ এজেন্সির সংগঠন) সাথে মিটিং করেছি। আমরা তাদের জানিয়ে দিয়েছি বাংলাদেশ সবদিক থেকে এগিয়ে গেছে, এ বিষয়ে আমরা পিছিয়ে থাকতে চাই না।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে জামালপুর জেলা আ.লীগের বকুলতলা কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
সময় বাড়ানোর পরও নিবন্ধন না হওয়ার বিষয়ে তিনি বলেন, এবারই প্রথম না, বারবার এরকম হয়। এজেন্সিগুলো শেষ সময়ে এসে কাজ করে, এতে কম খরচে থাকা খাওয়ার সুযোগ হয়। আমরা এরকম চাই না।
এসময় তিনি আরও জানান, আমরা ইতোমধ্যেই সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে কথা বলেছি, যদি তারা সময় দেয় তাহলে হয়তো সময় বাড়ানো হবে। তা না হলে হবে না। এ পর্যন্তই শেষ।
জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কোটা রয়েছে। কিন্তু নিবন্ধনের সময় দুই দফা বাড়িয়েও ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৫৩ হাজার ১৭৩ জন।
এ বছর হজের নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর, যা ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। প্রত্যাশিত সাড়া না মেলায় সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত, পরে সেই সময় ১৮ জানুয়ারি বাড়ানো হয়েছিল।
নতুন সরকারের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়ে সাবেক ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান আজ প্রথম তিনি নিজ জেলা জামালপুর আসেন। জেলা আ.লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময় জেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ড. ইউনূসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীকে ১২ মার্কিন সিনেটরের চিঠি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।