Advertisement
জুমবাংলা ডেস্ক : ইতালির রোম থেকে ফেরা আরও ৩৪ বাংলাদেশিকে আশকোনা হজক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেল ৪টা ৩৫ মিনিটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমান বন্দরের স্বাস্থ্য বিভাগ থেকে রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানানো হয়, বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর সেখান থেকে আশকোনা হজক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
এর আগে সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ইতালি থেকে দেশে আসেন ১৫২ জন। তার আগে শনিবার (১৪ মার্চ) সকালে ইতালি থেকে দেশে আসেন আরও ১৪২ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।