লম্বা পা-ওয়ালা সুন্দর একটি পাখি নিয়ে আজ আলোচনা করা হবে যার নাম লাল লতিকা হট্টিটি। সংক্ষেপে হট্টিটি। ইংরেজি নাম রেডওয়াটলড ল্যাপউইং (Redwattled Lapwing)। বৈজ্ঞানিক নাম: Vanellus indicus। গোষ্ঠী: Charariidae।
১. এদের কণ্ঠস্বর মূলত ‘হট্টিটি…টি…টি… হট্টিটি-টিট্’। পুরুষের গলা বেশি চড়া ও মোটা ধরনের। মেয়েটির গলা কম চড়া ও বেশি সুরেলা। কণ্ঠস্বর শুনে মেয়ে-পুরুষ শনাক্ত করা সম্ভব।
২. বৃষ্টি নামলে ছানারা বৃষ্টিস্নান করে। শিলাপাত হলে বাবা-মা বাচ্চাদের বুকে আগলে বসে। শিলা বড় বড় হলে মা-বাবা সঙ্কেত দিতে দিতে ছানাদের নিরাপদ জায়গায় নিয়ে যায়, যাতে শিলাপাতে ছানাদের মৃত্যু না ঘটে। তবু মরে।
৩. যদিও ছানাদের খুঁজে পাওয়া দুষ্কর, তবু মাঝেমধ্যে শিয়াল-খাটাসের পেটে যায়। রাতে ছানারা আশ্রয় নেয় ঝোপালো জায়গায়।
৪. পাঁচ ধরনের ডাক আছে এদের কণ্ঠে—ক. সঙ্গীকে খোঁজার ডাক, খ. বাসা বাঁধার সময় আনন্দের ডাক ও ডিম-বাচ্চা হওয়ার খুশির ডাক, গ. বাচ্চাদের নির্দেশনার ডাক, ঘ. বিপদ সঙ্কেত ও ঙ. বিপদ মুক্তির সঙ্কেত।
৫. এদের গলায় আছে নানা ধরনের কারুকাজ, তাই সব কটি ডাক ফুটিয়ে তুলতে পারে নিখুঁতভাবে।
৬. নীলকণ্ঠের মতো রাতেও এদের চিৎকার শোনা যায় বাড়িতে বসে। হয়তো ছানাদের পাশে বসেছিল, শুনল কোনো শব্দ বা পেল কোনো বিপদের গন্ধ, অমনি উড়ে উড়ে ঘুরে ঘুরে গলা ফাটিয়ে চেঁচাতে থাকবে। ওই চিৎকার শুনে উড়ে আসবে নীলকণ্ঠ, সবাই মিলে চিৎকার করে মাঠ মাত করতে থাকবে।
৭. মাটির ওপর দিয়ে এরা ছুটতে পারে ছন্দময় গতিতে। অত্যন্ত হুঁশিয়ার আর চতুর পাখি এরা। এদের মিষ্টি ডাকেও আছে তাল-লয়-ছন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।