হঠাত্‍ প্রসেনজিতের বাড়িতে হাজির ঋতুপর্ণা

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক : প্রথমে বিয়ের খবর, তারপরেই নায়কের বাড়ির নতুন অতিথিকে কোলে নিয়ে নায়িকা। জায়গা? নায়কের বাড়ি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিলেন খোদ নায়কই। অনুরাগীদের চমকে দিয়ে লিখলেন, ‘দেখুন কে রকির সঙ্গে দেখা করতে এসেছে’। ছবিতে ঝলমল করছেন টলিউডের প্রথম সারির দুই নায়ক নায়িকা। আর যাঁদের জুটি এখনও নস্ট্যালজিয়া বাঙালির কাছে। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত ।

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

আজ বেলার দিকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন ‘টলিউডের ইন্ডাস্ট্রি’। সেখানে দেখা যায়, প্রসেনজিতের বাড়ির নতুন সদস্য, তাঁর পোষ্যকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পাশেই হাসিমুখে প্রসেনজিত্‍। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে প্রসেনজিত্‍ লিখলেন, ‘দেখুন কে রকির সঙ্গে দেখা করতে এসেছে’।

‘আমি নয়, প্রমিতার জন্মদিনের পরিকল্পনা করছে অন্য কেউ’, ফাঁস করলেন খোদ রুদ্রজিত্‍ ভালোবাসার দিনে অর্থাত্‍ ১৪ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় প্রায় একসঙ্গে একটি ছোট্ট ভিডিও পোস্ট করে নিয়েছিলেন দুই তারকাই। সেখানে স্ক্রিনে প্রথমেই ফুটে উঠছে, প্রসেনজিত্‍ ওয়েডস ঋতুপর্ণা। এরপর ঠিক বিয়ের নিমন্ত্রণপত্রের আদলে ঘোষণা।

সেখানে লেখা, ‘সবিনয় নিবেদন, মহাশয়/ মহাশয়া, বিগত ৩ দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। প্রসনজিত্‍ ওয়েডস ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ আর সবার ভালোবাসা নিয়ে আগামীদিনে পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর টিম হাট্টিমাটিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়।

তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল নিমন্ত্রণ পত্রের দ্বারা ত্রুটি মার্জনীয়। বিনীত, বিনীতা প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ে সম্পর্কিত যে কোনও রকম তথ্যের জন্য কোনওরকম লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে।’

টুইটারে মেসেজ পিন করার সুবিধা আসছে

সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে নেটদুনিয়া অবাক হয়েছিল তো বটেই। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের ম্যানেজার মোহরের সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ। মোহর জানিয়েছে, প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত হাত মিলিয়েছেন একটি নতুন ছবির জন্য। এই দুই তারকাকে নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি। সেই ঘোষণারই অভিনব পন্থা এই বিয়ের কার্ড। কবে শ্যুটিং শুরু বা ছবির বিষয়, এই সংক্রান্ত তথ্য এখনই দিতে নারাজ সবাই।