
বিনোদন ডেস্ক : হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেতা ইরফান খানকে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
ইরফান খান কয়েক বছর আগেই নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হয়েছিলেন। বহুদিন ধরেই তার চিকিৎসা চলছে। আর সেই জন্যই অভিনয় জগৎ থেকে বেশ খানিকটা দূরে সরে গিয়েছেন তিনি। এত দিন অবস্থা স্থিতিশীল থাকলেও মঙ্গলবার হঠাৎ তার শরীর দ্রুত খারাপ করতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
২০১৮তে এই জটিল ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ইরফান। তখন ইংরেজি মিডিয়াম ছবির শুটিং চলছিল। সেই ছবির শুটিং সেরে তিনি চিকিৎসার জন্য বিদেশে যান। তার এই রোগের খবর শুনে ভেঙে পড়েন অনুরাগীরা।
প্রসঙ্গত, সম্প্রতি মা-কে হারিয়েছেন ইরফান। ইরফানের মা সাইদা বেগমের বয়স হয়েছিল ৯৫ বছর। শনিবার সকালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয় তার। তিনি থাকতেন রাজস্থানের জয়পুরের বেনিওয়াল কান্তা কৃষ্ণ কলোনিতে।
কিন্তু সারা দেশে লকডাউন চলায় মায়ের কাছে পৌঁছতে পারেননি ইরফান। ভিডিও কনফারেন্সে জানিয়েছিলেন শেষ শ্রদ্ধা। কারণ ইরফান রয়েছেন মুম্বাইতে। তাই ভিডিওর মাধ্যমেই মায়ের শেষকৃত্যে ছিলেন তিনি।
পরিচালক সুজিত সরকারের সঙ্গে ইরফানের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। কঠিন এই পরিস্থিতিতে ফোনেই ইরফানের পাশে থাকার বার্তা দেবেন বলে জানিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



