বিনোদন ডেস্ক:ছোট পর্দায় চঞ্চল ও খুশি জুটির কেমিস্ট্রি দর্শকদের মাত করেছে। কখনো তাদের দেখা যায় স্বামী-স্ত্রীর চরিত্রে আবার কখনোবা ভাই-বোনের চরিত্রে। যেকোন চরিত্রেই নিজেদের সাবলীলভাবে মানিয়ে নেন তারা। তাদের এই বন্ধন বাস্তব জীবনেও বেশ শক্তিশালী। দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। একে অপরের পরিবারের সঙ্গেও মিলেমিশে থাকেন তারা। দেখে বুঝার উপায় নেই তারা দুটি আলাদা পরিবার। একসঙ্গে পর্দায় হাজির হওয়া ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন তারা। এবার তারা গেছেন আমেরিকা সফরে।
বুধবার (২২ জুন) আমেরিকার উদ্দেশে ঢাকা ছেড়েছেন তারা। যাত্রাপথে দুবাই ট্রানজিট থাকায় সেখানে বেশ খানিকটা সময় কাটান এই দুই তারকা। সেখানে তোলা ছবি পোস্ট করে আমেরিকায় যাওয়ার খবর জানিয়েছেন চঞ্চল চৌধুরী।
খুশির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে এ অভিনেতা লেখেন, ‘‘অনেক বছর পর আমেরিকার পথে রওনা দিয়েছি। যাত্রা বিরতি দুবাই এয়ারপোর্টে। গন্তব্য ‘আনন্দ মেলা’ লস এ্যাঞ্জেলস।’’
অন্যদিকে শাহনাজ খুশি জানান, ‘প্রবাসী বাঙালিদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আনন্দ মেলা। সেখানে অংশ নিতে ও সম্মাননা গ্রহণের জন্যই আমেরিকা যাচ্ছি।’
জানা গেছে, আগামী ২৫ ও ২৬ জুন লস অ্যাঞ্জেলেসের ভার্জিল মিডল স্কুলে ‘আনন্দ মেলা’র আয়োজন করা হয়েছে। চঞ্চল-খুশি ছাড়াও এই আয়োজনে অংশ নেবেন সংগীতশিল্পী তাহসান খান, অভিনেত্রী নাদিয়া আহমেদ, প্রিয়া ডায়েস ও আবু হেনা রনি প্রমুখ।
প্রসঙ্গত, চঞ্চল-খুশির দুজনেরই গ্রামের বাড়ি পাবনায়। একই এলাকার হলেও অভিনয়ে আসার পরই তাদের পরিচয়। প্রায় এক যুগ আগের ঘটনা। খুশি তখনো টিভি নাটকে অভিনয় শুরু করেননি। খুশির স্বামী নাট্যকার বৃন্দাবন দাসের ‘সবুজ অপেরা’ নাটকে অভিনয় করেন চঞ্চল। বৃন্দাবনের কাছে ওর প্রশংসা করলেন খুশি। তিনি জানলেন, চঞ্চল তাদেরই নাটকের দল ‘আরণ্যক’ এর সদস্য।
এরপর চঞ্চলের সঙ্গে খুশি অভিনয় করলেন ‘ভবের হাট’ নাটকে। তারপর করেন ‘ঘরকুটুম’। তখন তো নিজস্ব গাড়ি ছিল না, ইউনিটের গাড়িতেই স্পটে যেতেন খুশি। এই দুটি সিরিয়াল করার সময়ই চঞ্চলের সঙ্গে তুই-তোকারির সম্পর্ক হয়ে যায় খুশির।
বৃন্দাবন দাসের স্ক্রিপ্টে একসঙ্গে প্রচুর কাজ করেছেন এই দুই তারকা। বলা চলে, চঞ্চল তার ক্যারিয়ারে যত নাটক করেছেন, বেশির ভাগই বৃন্দাবন দাসের চিত্রনাট্যে। এ কারণেই তার সঙ্গে খুশির বন্ধুত্ব ও বোঝাপড়ার জায়গাগুলো মজবুত হয়েছে বলে মনে করেন এই অভিনেতা।
বলিউডের যে নামি-দামি নায়িকারা বাবা-ছেলে দুজনের সঙ্গেই ‘প্রেম’ করেছেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।