বিনোদন ডেস্ক : স্টান্ট দেখাতে গিয়ে আহত হলেন বাঙালি অভিনেত্রী মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস। রিপোর্টে প্রকাশ, একটি রিয়োলিটি শোয়ে স্টান্ট দেখাতে গিয়ে আচমকাই আহত হন মোনালিসা। আহত হওয়ার সঙ্গে সঙ্গে মোনালিসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। ওই টেলিভিশন শোয়ে মোনালিসার সঙ্গে হাজির ছিলেন ভারতী সিং, হর্ষ লিম্বাচিয়া, আদিত্য নারায়ণ, রিদ্ধিমা পণ্ডিতসহ টেলিভিশনের একাধিক জনপ্রিয় মুখ।
ভোজপুরি অভিনেত্রী মোনালিসা জনপ্রিয়তার শীর্ষে ওঠেন বিগ বস হাউজ থেকে। সালমান খানের ওই শোয়ে হাজির হয়ে মনু পাঞ্জাবি এবং মনবীর গুজ্জরের সঙ্গে বন্ধুত্ব করতে দেখা যায় তাঁকে। ওই শো থেকেই এরপর দীর্ঘদিনের বন্ধু বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গে সাতপাক ঘোরেন। যা নিয়েও কম বিতর্ক হয়নি।
বিগ বসের ঘর থেকে বেরিয়ে দুপুর ঠাকুরপোর ঝুমা বউদিরূপে হাজির হন মোনালিসা। যদিও দুপুর ঠাকুরপোর পর এখনও পর্যন্ত আর কোনও বাংলা মেগা কিংবা বাংলা কোনও রিয়েলিটি শোয়ে হাজির হতে দেখা যায়নি মোনালিসাকে। তবে হিন্দি ধারাবাহিক নজর-এ তাঁকে দেখা যায়। ওই মেগায় মোহনা নাম নিয়েই দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন মোনালিসা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।