স্পোর্টস ডেস্ক : নাটকীয় কিছুর আশঙ্কা সকাল থেকেই উড়ছে মিরপুরের বাতাসে। গুঞ্জন তামিম ইকবাল পর নাকি সাকিব আল হাসানও নিজেকে সরিয়ে নিতে পারেন ভারত সফর থেকে। খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমন ইঙ্গিত দিয়েছেন গণমাধ্যমে। দিনভর এনিয়ে অনেক কথাই শোনা গেছে।
বিকেল গড়াতেই হঠাৎ করেই রুদ্ধদ্বার সভায় বসেন নাজমুল হাসান পাপন। বোর্ড প্রধানের সেই সভায় ডাক পড়ে বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফ ও কয়েকজন ক্রিকেটারের। সন্ধ্যায় প্রস্তুতি ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে স্পিন কোচ ড্যানিয়েল ভোট্টোরি, প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে যেতে দেখা বোর্ড সভাপতির সেই সভায়।
ভেট্টোরি-রাসেলের আগেই নাজমুল হাসানের সঙ্গে দেখা করতে যান মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও লিটন দাসকে। যেখানে অনুপস্থিত অধিনায়ক সাকিব আল হাসান।
অবম্য ক্রিকেটারদের বিদ্রোহ শেষ হলেও সাকিব ভারত সফরের জন্য প্রথমদিনের অনুশীলনেই আসেননি সাকিব। পরের দিন গেলেও রোববারের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠেই যাননি অধিনায়ক। তারপরই গণমাধ্যমে বিসিবি প্রধান জানান সাকিব নাকি ভারত সফরে যেতে চাইছেন না!
সব মিলিয়ে সাকিব আল হাসান রহস্য হয়েই আছেন। উত্তর মিলছে না, তিনি যাবেন ভারত সফরে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।