বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন। ধুমধাম করে বিয়ে করলেও সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা নিজেদের ভিন্ন পথ বেছে নেন।
গত বছরের ডিসেম্বর মাসে শোবিজ অঙ্গনে গুঞ্জন উঠেছিল, নতুন করে প্রেমে পড়েছেন শবনম ফারিয়া। প্রেমিকের সঙ্গে তিনি বেশ কিছুদিন আগে কক্সবাজার ও সেন্টমার্টিন ঘুরে এসেছেন। পরে সেই গুঞ্জনই সত্য হয়, পারিবারিক ভাবে গোপনে বিয়ে করেন তিনি।
নানা কারণেই অভিনয় থেকে একটু দূরে ছিলেন তিনি। বিশেষ দিন গুলোতেও তার অভিনীত কোনো কিছুর দেখা মেলেনি। কারণ হিসেবে অবশ্য বলেছিলেন নিজের পড়াশোনা ও অসুস্থতা কিংবা পারিবারিক ব্যস্ততার কথা।
তবে তার ভক্তদের জন্য সুখবর দিলেন তিনি। দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেন তিনি। ইতোমধ্যে ‘দাফন’ শিরোনামের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন গুণী এই অভিনেত্রী।
ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন কৌশিক শংকর। সিরিজের একটি অংশের শুটিং সম্পন্ন হয়েছে কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে।
এ প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, “নিজের পড়াশোনা ও কিছুটা অসুস্থতার কারণে একটা অভিনয়ে গ্যাপ হয়ে গেছে। তবে আমার ভক্তরা অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন কবে আবারও অভিনয়ে ফিরব। তাদের জন্য সুখবরটি দিলাম। ফিরলাম আবারও অভিনয়ে।”
যে কারণে ৯ কোটির প্রস্তাব এক কথায় ফিরিয়ে দিলেন কার্তিক আরিয়ান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।