আন্তর্জাতিক ডেস্ক : ছেলের বিয়ে বলে কথা! টাকা তো খরচ হবেই। হোক না কেনাকাটায়, না হোক আলোকসজ্জায়। তবে এর বাইরেও যে টাকা খরচ করার যায়গা আছে, তা দেখিয়ে দিলেন এক বাবা। তিনি হেলিকপ্টার থেকে টাকা ছড়িয়ে আলোচনায় এসেছেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঘটে যাওয়া এমন কাণ্ড বেশ হইচই ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
করাচিভিত্তিক টিভি চ্যানেল বোল নিউজের খবরে বলা হয়, হরিয়ানা থেকে পাঞ্জাব প্রদেশের মাণ্ডি বাহাউদ্দীন এলাকায় বিয়ে করতে গিয়েছিলেন বর। টাকা ওড়ানোর জন্য হেলিকপ্টার ভাড়া করেন তার বাবা।
বিয়েতে আমন্ত্রিতদের ওপর নিজ হাতে ১৫ কোটি টাকা ফেলেছেন ছেলের বাবা। টাকার সঙ্গে গোলাপের পাপড়িও ছিটিয়েছেন তিনি। তবে এ ঘটনার তারিখ বা সময় বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি ওই প্রতিবেদনে।
অভিনবত্ব ও চমক আনতে এমন কাণ্ড ঘটালেও সোশ্যাল মিডিয়ায় এর সমালোচনা করছেন অনেকে। ওই লোকের বিরুদ্ধে কালো টাকার অভিযোগ এনেছেন তারা।
এর আগে গুজরানওয়ালায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে ডলার বর্ষণ করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



