হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার

জুমবাংলা ডেস্ক : রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিন মাসের জামিন দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টার ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় শমি কায়সারের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

এর আগে, গত ৫ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে গ্রেফতার করা হয়। পরে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ৯ নভেম্বর শমী কায়সারকে রিমান্ড শেষে কারাগারে পাঠান আদালত।

এদিকে, হাইকোর্টের একই বেঞ্চ বিস্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ১২ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন। বিএনপি নেতা দুলুর আইনজীবীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে মামলা ও পরে সাজা দেয়া হয় দুলুকে।

বাংলাদেশের রাস্তায় বৃদ্ধের উচ্ছিষ্ট খাওয়ার ছবিটি পুরোনো: রিউমর স্ক্যানার