জুমবাংলা ডেস্ক : মাগুরা সদরের দারিয়াপুর গ্রামে গত ১ মার্চ (সোমবার) সকালে অজ্ঞাত ব্যক্তির অগ্নিদগ্ধ একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত ওই লাশের পরিচয় শনাক্ত এবং হত্যার কারণ উদঘাটন করেছে পুলিশ। মৃত ওই ব্যক্তির নাম এসকেন মোল্লা। জুয়া খেলে জেতায় তাকে হত্যা করা হয়ে বলে আজ রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সদরের গৌরিচরণপুর গ্রামের বাসিন্দা এসকেন মোল্লা। তিনি দীর্ঘদিন এলাকা ছেড়ে ঝিনাইদহ সদরের ফুলুল বেড়বাড়ি এলাকায় বসবাস করছিলেন। এসকেন মোল্লা একজন দক্ষ জুয়াড়ি ছিলেন। তিনি অধিকাংশ সময়ই জুয়া জিততেন। যার ফলে তার প্রতিপক্ষ খেলোয়ারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার দিন তার জুয়ার সঙ্গী ধলহরা কালুপাড়া গ্রামের চাতাল শ্রমিক মিনহাজ (২৮), সাচানি রাউতড়া গ্রামে শহর আলী (৬৯) ও রাজারামপুর গ্রামে আনসার উদ্দিন (৬৫) তার সঙ্গে জুয়া খেলে হেরে যায়। এ সময় উত্তেজনার বশে প্রথমে তার মাথার পিছনে রড দিয়ে আঘাত করে তারা। পরে তাকে গলায় স্টীলের চেইন দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।