Advertisement
হবিগঞ্জের লাখাই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। লাখাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১২টার দিকে একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই বাজারের চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অল্পের জন্য রক্ষা পায় পুরো লাখাই বাজার।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১০টি ছোট-বড় দোকানঘর। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে আনুমানিক ৫০ লাখ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।