বিনোদন ডেস্ক : অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে চলা গুজবের অবসান ঘটেছে, কারণ তাঁরা একসঙ্গে প্রকাশ্যে দেখা দিয়েছেন। যদিও তাঁরা কিছু বলেননি, তবে তাঁদের একসঙ্গে থাকা স্পষ্ট। এখন আলোচনায় এসেছে ঐশ্বরিয়ার শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক।
এরমাঝে নতুন এক ঘটনা সামনে এসেছে। ঐশ্বরিয়াকে পুত্রবধু বানানোর আগেই এমন কিছু বলেছিলেন জয়া, যাতে কান্না করে দিয়েছিলেন ঐশ্বরিয়া। ঘটনা ২০০৭ সালের। ফিল্মফেয়ার পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন জয়া বচ্চন, অমিতাভ বচ্চন এবং ঐশ্বরিয়া।
অনুষ্ঠানে লাইফটাইম এচিভমেন্ট পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন জয়া। পুরস্কার নিতে মঞ্চে উঠে তিনি হবু পুত্রবধুর সম্পর্কে এমন কিছু বলেছিলেন যা শুনে রীতিমতো চোখে জল চলে এসেছিল বলিউড কুইন ঐশ্বরিয়ার।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে উঠে জয়া বলছেন, আমি খুব শীঘ্রই একজন অসাধারণ সুন্দরী মেয়ের শাশুড়ি হতে যাচ্ছি। আমার কাছে এটা ভীষণ আনন্দের। তোমাকে আমি আমার পরিবারের স্বাগত জানাই। তোমাকে অনেক অনেক ভালোবাসা।
ঐশ্বরিয়ার উদ্দেশ্যে বলা জয়া বচ্চনের কথা শুনে তার চোখে পানি চলে আসে। পাশে দাঁড়িয়ে থাকা অমিতাভও জয়ার প্রত্যেকটি কথায় সম্মতি জানিয়েছিলেন। বিয়েটাও হয়ে যায় দ্রুত।
২০০৭ সালে বিয়ে করেন অভিষেক ও ঐশ্বরিয়া। তার আগে ‘গুরু’ ছবির শুটিংয়ের সময় থেকে তাদের প্রেম শুরু। ২০১১ সালে তাদের কোলে আসে আরাধ্যা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।