মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪ (সিপিসি-৩)।
রোববার ১৪(নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কালই এলাকায় বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কৌড়ি এলাকার মোঃ মিলন মোল্লার ছেলে মোঃ পারভেজ (৩৫), কদমতলা গ্রামের মৃত আলাউদ্দিন শেখের ছেলে মোঃ এহছান ওরফে মিলন শেখ(৩০) ও কামারঘোনা গ্রামের আর্শ্বেদ মোল্লার ছেলে মোঃ আরিফ(২৯)।
জানা যায়, অভিযান পরিচালনা করা কালীন সময়ে জেলার হরিরামপুর উপজেলার কালই এলাকার আব্দুল মান্নানের মালিকানাধীন মাইমুনা টিম্বার ট্রেডার্স এর সামনে ফাঁকা জায়গা হতে দুইজন মাদক ব্যবসায়ী দৌড়ে হরিরামপুর উপজেলা ছাত্রলীগের বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল হাসান রাজীবের বাড়িতে আশ্রয় নেয়। পরে ওই দুই মাদক ব্যবসায়ীকে রাজীবের বাড়ির ভেতর থেকে গ্রেফতার করে র্যাব-৪।
র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিরামপুরের কালই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৭ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আসামীদের নিকট হতে মাদক বিক্রির ১৭৪০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীগণ সক্রিয় মাদক কারবারি চক্রের সদস্য।
তিনি আরো জানান, আসামিদের বিরুদ্ধে হরিরামপুর থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া অব্যাহত আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।