বিনোদন ডেস্ক : প্রতি বছরই সেলিব্রিটিদের অনেকে উত্তর বোম্বের দুর্গাপূজায় অংশ নেন। এবার নবমীতেও সেই একই চিত্র দেখা যায়। ক্যাটরিনা কাইফকেও দেখা গেল সেই পূজায়। বাঙালিয়ানা সাজে এদিন নজর কাড়লেন অভিনেত্রী। একটি উজ্জ্বল হলুদ রঙের শাড়িতে তাঁকে দেখা যায়।
ক্যাটরিনা যখন প্রতিমা দর্শনের জন্য প্যান্ডেলের ভিতর প্রবেশ করেছিলেন, তখন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ও ছিলেন। এবং দুই অভিনেত্রী পাপারাৎজিদের জন্য পোজও দিয়েছিলেন।
ইনস্টাগ্রামে একটি পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে, ক্যাটরিনাকে সোমবার মণ্ডপে আসতে দেখা গেছে। তখন হলুদ রঙা শাড়িতে সেজেছিলেন তিনি। শাড়ির সঙ্গে ম্যাচিং হলুদ ব্লাউজ। সবমিলিয়ে একেবারে ঐতিহ্যবাহী বাঙালিয়ানা সাজ। অভিনেত্রী খোলা চুলে হালকা মেকআপ আর কানে ঝোলা দুল পরেছিলেন। তিনি দেবীমূর্তির সামনে দাঁড়িয়ে পাপারাৎজিদের জন্য পোজও দেন। এ ছাড়া প্যান্ডেলের ভিতরে উপস্থিত ভক্তদের দিকে তাকিয়ে হাত নেড়েছেন। এরপরেই ক্যাটরিনাকে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা যায়। রানি একটি নীল ব্লাউজের সঙ্গে মানানসই ক্রিম রঙের শাড়ি পরেছিলেন।
ঐতিহ্যবাহী সাজে অনবদ্য দেখাচ্ছিল ক্যাটরিনাকে। অনেক ভক্ত এমন মন্তব্যও করেছেন অভিনেত্রীকে দেখে। কেউ বলেছেন, ‘তাঁকে শাড়িতে মন্ত্রমুগ্ধ দেখাচ্ছে।’ কেউ-বা বলেছেন, ‘সবচেয়ে সুন্দরী ক্যাটরিনা। তাঁর কমনীয়তা, তাঁর সৌন্দর্য সবদিক থেকে অনবদ্য তিনি।’ একটি মন্তব্যে লেখা ‘তিনি সত্যিই খুব সুন্দর।’ কারও মতে আবার, ‘ক্যাটরিনা ভারতীয় নন, তবুও তিনি আমাদের ভারতীয় সংস্কৃতিকে সম্মান করেন।’
চলতি বছর পূজায় কাজল ও রানি মুখোপাধ্যায়কেও পাপারাৎজিদের আলিঙ্গন করতে এবং পোজ দিতে দেখা গেছে। জয়া বচ্চনকেও অন্য একটি ভিডিওতে রানির সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে দেখা গিয়েছে। একটি ভিডিওতে রানি, তাঁর ভাইয়ের বউ শর্বানী মুখোপাধ্যায় ও জয়া বচ্চনকে একসঙ্গে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন। ২০ অক্টোবর থেকে শুরু হওয়া দুর্গাপূজার এই উৎসবে প্রতিদিনই কোনো না কোনো সেলিব্রেটির উপস্থিতি দেখা যাচ্ছে।
View this post on Instagram
প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফকে পরবর্তীতে সালমান খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে দেখা যাবে। আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। এরইমধ্যে মুক্তি পেয়েছে ‘লেকে প্রভু কা নাম’ নামে একটি গানও। এছাড়া ক্যাটরিনার ঝুলিতে রয়েছে মুক্তি প্রতিক্ষীত ‘মেরি ক্রিসমাস’ নামে আরও একটি সিনেমা। যাতে তিনি জুটি বেঁধেছেন বিজয় সেতুপতির সঙ্গে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।