জুমবাংলা ডেস্ক : মাদকের মামলায় ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকে জামিন দিয়েছে হাইকোর্ট। এ মামলায় তার জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জামিনের এ আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আলাল উদ্দিন। অ্যাডভোকেট আলাল উদ্দিন সাংবাদিকদের জানান, রুল যথাযথ ঘোষণা করে।
হাইকোর্ট আরমানকে জামিন দিলেও তার বিরুদ্ধে আরো মামলা থাকায় তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। এর আগে গত ২৩ আগস্ট আরমানের জামিন প্রশ্নে রুল জারি করে হাইকোর্ট।
ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গত বছরের ৫ অক্টোবর রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে যুবলীগের আরেক বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও আরমানকে আটক করে র্যাব। তাদের ঢাকায় আনার পর অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারের পর রমনা থানায় মামলা দায়ের হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।