কীভাবে ব্রেক পেডেলের ওপর সামান্য চাপ একটি গতিশীল গাড়িকে থামাতে পারে? গতিশীল যেকোনো বস্তুর গতিশক্তি থাকে। গতিশক্তি হারিয়ে ফেললে বস্তুটি থেমে যায়। গতিশীল গাড়ি বা যন্ত্রকে থামাতে এই মূলনীতির ওপর ভিত্তি করে ব্রেক সিস্টেম তৈরি করা হয়।
ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে গতিশীল একটি গাড়ির কথা চিন্তা করুন, ব্রেক পেডেলে শুধু আপনার পায়ের চাপ কোনোভাবে গাড়িটিকে থামাতে পারবে না। তাই গতি কমাতে এই বলের মান বাড়াতে হয়। আধুনিক গাড়িতে হাইড্রোলিক ব্রেকের মাধ্যমে এই বলের মান বাড়ানো হয়।
পেডেলে প্রযুক্ত বলকে বহুগুণ বাড়াতে ব্রেকের হাইড্রোলিক সিস্টেম ব্যবহৃত হয়। বিভিন্ন আকারের সিলিন্ডার ও বিভিন্ন প্রবাহী (Fluid) ব্যবহার হয় এতে। অর্থাৎ পেডেলের ওপর প্রযুক্ত বলের মান বাড়িয়ে অতিরিক্ত বলপ্রয়োগ করা হয় ব্রেক প্যাডের ওপর। ব্রেক প্যাড আর ব্রেক ডিস্কের মধ্যকার ঘর্ষণের কারণে তখন গতিশক্তি কমে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।