বিনোদন ডেস্ক: বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাওয়া’ আজ মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। মুক্তি পাওয়ার আগেই ঝড় তুলেছে সিনেমাটির গান ‘সাদা সাদা কালা কালা’। এটি রাতারাতি পরিণত হয়েছে গণমানুষের গানে।
গান ও প্রচারণার কৌশলে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে সিনেমাটি। তাই মুক্তির আগেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রির হিড়িক পড়েছে। ইতোমধ্যে অধিকাংশ প্রেক্ষাগৃহের প্রথম ৩ দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি ‘হাওয়া’, যা আজ রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। যার মধ্যে দেশের সবচেয়ে অত্যাধুনিক স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় প্রতিদিন চলবে সিনেমাটির ২৬ শো; যা সাম্প্রতিক সময়ের বাংলা সিনেমার ক্ষেত্রে রেকর্ড বলছে স্টার কর্তৃপক্ষ। অন্যদিকে, রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ‘হাওয়া’র দৈনিক শো নয়টি।
স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, ‘মুক্তির আগেই রেকর্ডের পথে হাওয়া। কারণ মুক্তির প্রথম দিনে এত শো অন্য কোনও বাংলা সিনেমা সাম্প্রতিক সময়ে পায়নি। দর্শকের তুমুল চাহিদার কারণে এতোগুলো শো। আমরা আশা করছি সিনেমাটির শো আরও বাড়বে। এরই মধ্যে টিকেটের ব্যাপক চাহিদা লক্ষ্য করছি। মুক্তির প্রথম দুইদিনের টিকিট ইতোমধ্যে শেষ। বলতে পারেন টিকিটের জন্য হাহাকার পড়েছে।’
মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটকে পড়া আট মাঝিমাল্লা ও এক রহস্যময় বেদেনিকে ঘিরে হাওয়ার গল্প। দীর্ঘ দুই বছর গবেষণা শেষে ২০১৯ সালের অক্টোবরে গভীর সমুদ্রে ছবিটির শুটিং শুরু হয়। ওই বছরের নভেম্বরেই শেষ হয় শুটিং। একটি নৌকার মধ্যেই পুরো সিনেমাটি তৈরি করা হয়।
এই সিনেমায় চান মাঝি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ট্রেলার প্রকাশের পর থেকেই যাঁর লুক দর্শকের প্রশংসা পাচ্ছে। হাওয়ার একমাত্র নারী চরিত্র গুলতি। যে চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি।
পরিচালনার সঙ্গে হাওয়ার কাহিনি ও সংলাপও লিখেছেন মেজবাউর রহমান সুমন নিজেই। যৌথভাবে চিত্রনাট্য করেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ও জাহিন ফারুখ।
মেজবাউর রহমান সুমন তার প্রথম ছবি প্রসঙ্গে বলেন, ‘আমার ভালো লাগা, আমার মতো করে সিনেমাটি বানিয়েছি। তবে দর্শকের মনোভাব দেখে বোঝা যাচ্ছে, মুক্তির আগেই আমাদের ভাবনাগুলোতে বিশ্বাস করেছেন তাঁরা। এটাই বড় পাওয়া। এখন দেখা যাক, মুক্তির পর কী হয়।’
চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ছাড়াও হাওয়ার গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।