চট্টগ্রাম প্রতিনিধি : ফেনীর বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি।
প্রতিষ্ঠানটি মুহুরিগঞ্জে তাদের স্টিল মিল কারখানায় ১ হাজারেরও বেশি বন্যাকবলিত মানুষকে আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের জন্য তিন বেলা খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেছে।
পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন জানান, হাজারেরও বেশি মানুষকে আশ্রয় দেওয়ার পাশাপাশি তাঁরা গত শনিবার থেকে ৫০০০ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এই কর্মসূচি অব্যাহত থাকবে।
গতকাল সরজমিনে গিয়ে বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে এখনো বানভাসি মানুষ আশ্রয়ের খোঁজে এখানে আসছে। পিএইচপি পরিবার থেকে তাদেরকে সাদরে গ্রহণ করে আশ্রয় দিচ্ছে। পাশাপাশি এখনো চলমান রয়েছে ত্রাণসামগ্রী বিতরণের প্রক্রিয়া। এতে থাকছে খাদ্য, উষ্ণ পোশাক, নারীদের জন্য স্যানিটারি প্রোডাক্ট এবং শিশুদের জন্য বিশেষ খাবারও।
আশ্রয় পাওয়া বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যায়, এমন দুর্দিনে পিএইচপি যে উদারতা দেখিয়েছে তা সমাজের জন্য উদাহরণ হয়ে থাকবে।
তারা আরও বলেন, প্রত্যেক শিল্প প্রতিষ্ঠান এভাবে এগিয়ে আসলে বানভাসি মানুষের অনেক উপকার হবে।
এক প্রশ্নের জবাবে পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, ‘আমরা আমাদের কারখানার দরজা খুলে দিয়েছি, সব বন্যাকবলিত মানুষ সেখানে আশ্রয় নিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘আসল দুর্যোগ শুরু হবে পানি নেমে যাওয়ার পর। তখন তাঁদের পাশে থাকার খুবই প্রয়োজন হবে। পিএইচপি ফ্যামিলি নিরবে দেশের সেবা করে যাচ্ছে।
এছাড়াও পিএইচপি ফ্যামিলি বন্যা দুর্গত এলাকায় উদ্ধারের জন্য একাধিক বোট সরবরাহ করেছে বলে জানান তিনি।
শিল্প প্রতিষ্ঠানটির এই মানবিক উদ্যোগ বন্যাদুর্গত মানুষদের জন্য একটি বড় সহায়তা হিসেবে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় জনগণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।