
জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া নয়াকান্দি গ্রামে ১০ বছরের এক শিশুকে হাত-পা বেঁধে বলাৎকারের অভিযোগ উঠেছে জাকির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত রোববার দুপুরে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, নির্যাতনের শিকার ওই শিশু স্থানীয় মাস্টার কিন্ডারগার্টেনে তৃতীয় শ্রেণির ছাত্র। আর জাকির পোড়াচক বাউশিয়া নয়াকান্দি গ্রামের সিদ্দিক দেওয়ানের ছেলে।
নির্যাতনের শিকার ওই শিশু জানায়, গত রোববার দুপুরে তার প্রতিবেশী সিদ্দিক দেওয়ানের ছেলে জাকির হোসেন (৩০) তাকে আম দেওয়ার কথা বলে তার ঘরে ডেকে নেয়। ঘরে যাওয়ার পরে গামছা দিয়ে হাত-পা এবং মুখ বেঁধে ফেলে পাশবিক নির্যাতন করে। এসময় রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়লে দা দেখিয়ে ঘটনাটি কারো কাছে প্রকাশ করতে নিষেধ করে জাকির। পরবর্তীতে বাসায় ফিরে সব ঘটনা মায়ের কাছে খুলে বললে তাকে একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। ফার্মেসি মালিক সাদেক সরকার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহি আলম জানান, প্রাথমিকভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়টি প্রমাণ পেয়েছেন তারা।
ভুক্তভোগী ওই শিশুর মা জানান, ডাক্তারের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হতে পেরে পুলিশের কাছে অভিযোগ করতে চেয়েছিলেন তারা। তবে জাকির স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে তাদের বিভিন্নভাবে হুমকি দেন। পরবর্তীতে বাধ্য হয়ে আজ মঙ্গলবার সকালে তিনি ৯৯৯এ কল দিলে ঘটনাস্থলে আসে পুলিশ।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন জানান, ৯৯৯-এর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


