আন্তর্জাতিক ডেস্ক : মানুষ সাধারণত নিজের সহায়-সম্পত্তি স্ত্রী-সন্তান অথবা পরিবারের অন্য সদস্য কিংবা আত্মীয়-স্বজনদের নামে লিখে দেন। তবে এক ব্যক্তি তার সম্পত্তির অর্ধেকটা লিখে দিয়েছেন তার পোষ্য দুই হাতির নামে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের পাটনা জেলায়।
ভারতের বিহারের বাসিন্দা আখতার ইমাম। তিনি জানিয়েছেন, ওই দুটি হাতি বহুবার আমার জীবন বাঁচিয়েছে। বহুদিন যাবৎ হাতি দুটি আমার কাছেই থাকে। ওরা আমার সন্তান। ওরা আমার কাছে মানুষের থেকেও অনেক বেশি বিশ্বস্ত। তাই আমার প্রিয় দুই সন্তানই আমার অর্ধেক সম্পত্তি পাবে।
আখতার ইমামের হাতি দুটির নাম রাণী ও মোতি। এদের বয়স ২০ ও ১৫ বছর। রাণী আর মোতি আখতারের জীবনের একটি বিরাট অংশ জুড়ে আছে। এখন দিনভর আখতারের সঙ্গে এদিক-ওদিক ঘুরে বেড়ায় মোতি আর রাণী। হাতিদের দেখভাল করার জন্য একটি এনজিও খুলছেন বিহারের এই ব্যক্তি।
স্থানীয় কয়েকজন গুণ্ডার হাত থেকে আখতারকে অনেকবার রক্ষা করেছে তার এই হাতি দুটি। এর আগে আখতারের বাড়িতে সশস্ত্র গুণ্ডারা হামলা চালিয়েছিল। তখনও আখতারের রক্ষাকর্তা হয়ে উঠেছিল তারা। ফলে তিনি বুঝেছেন, হাতি দুটিই তার সবচেয়ে কাছের পরিজন। তাই তার সম্পত্তিতে তাদেরও অধিকার রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।