নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ‘এমভি আবুল কালাম’ ট্রলারটি জলদস্যুর ধাওয়ায় ডুবে যায়। ভেসে থাকা ১৮ জন জেলেকে ২৪ ঘণ্টা পর অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার করা হয়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরঈশর বাংলাবাজার ঘাটে উদ্ধার হওয়া জেলেরা উপজেলা সদরে আনা হয়। তারা সবাই জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা।
জেলেদের বর্ণনা অনুযায়ী, রবিবার বিকেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে হঠাৎ জলদস্যুর আক্রমণের মুখোমুখি হন। প্রাণ ও সম্পদ রক্ষার জন্য দ্রুত পালানোর চেষ্টা করার সময় পিছন থেকে জলদস্যুরা ট্রলারের ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে ট্রলারটি উল্টে যায় এবং অনেকাংশ ডুবে যায়। পরে জলদস্যুরা চলে গেলে জেলেরা ডুবে যাওয়া ট্রলারের অংশ ধরে ভেসে থাকে।
ট্রলারের মালিক কালু মাঝি বলেন, “জলদস্যুরা ট্রলারটি ডুবিয়ে দেওয়ার পর সামান্য অংশ ভাসতে থাকে। তারা তা ধরে ২৪ ঘণ্টা ভেসে ছিল। নিজের চোখের সামনে কোটি টাকার সম্পদ সাগরে হারাতে হলো।”
হাতিয়া নৌপুলিশের ইনচার্জ আশিকুর রহমান জানান, “ঘটনাস্থল নিঝুমদ্বীপ থেকে অনেক দূরে হওয়ায় আমাদের কিছু করার ছিল না। আমাদের কাছে গভীর সমুদ্রে অভিযান চালানোর মতো ভারি যানবাহন নেই।”
এই দুর্ঘটনার সঙ্গে জড়িত জলদস্যুদের ধরতে বিশেষায়িত অভিযান প্রয়োজন, তবে স্থানীয় প্রশাসনের সীমিত সক্ষমতার কারণে জেলেরা ঝুঁকিপূর্ণ অবস্থায় রক্ষা পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।