বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মেলাক্স দাবি করেছে, তাদের এয়ারওয়েভ টেকনোলোজি ফেস রিকগনিশনের চেয়ে লক্ষ গুণ বেশি সঠিক।
মানুষের পরিচয় (হিউম্যান রিকগনিশন) এর জন্য বেশিরভাগ কোম্পানি ফেস রিকগনিশন সঠিক বলে মনে করেন। এবার, হাতের শিরা থেকেও হিউম্যান রিকগনিশন করা যাবে মানুষের। মেলাক্স নামে চীনের একটি কোম্পানি এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যার সাহায্যে হাতের শিরা থেকে পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
কোম্পানিটি দাবি করেছে, তাদের এয়ারওয়েভ টেকনোলোজি ফেস রিকগনিশনের চেয়ে লক্ষ গুণ বেশি সঠিক। তাদের তথ্যমতে, মানুষের মুখে ৮০-২৮০ পয়েন্টস থাকে, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সেস করে পরিচয় বের করে। কিন্তু, এয়ারওয়েভ মাত্র ০.৩ সেকেন্ডে হাতের মধ্যে থাকা লক্ষ মাইক্রোফিচার পয়েন্ট এক্সেস করতে পারে। আলট্রা অ্যাকিউরেট অথেনটিকেশন আর রিয়াল টাইম অথেনটিকেশনের জন্য হাত সোয়্যাপ করলেই হবে। আর, তা করলেই হাতের মধ্যে থাকা শিরা স্ক্যান হবে।
কোম্পানিটির প্রধান নির্বাহী শি কিংলু বলেছেন, মানুষের শরীরের প্রত্যেকটি শিরা আলাদা হয়। এয়ারওয়েভ টেকনিক প্রত্যেক শিরাকে চিনতে শুধুমাত্র ০.৩ সেকেন্ড সময় নেয়। গত একবছর ধরে এই টেকনোলোজির ট্রায়াল চলছিলো, আর এর বেশ ভালো রেসপন্স পাওয়া গিয়েছে, বলে জানিয়েছেন তিনি।
এই মুহূর্তে, চীনে বেশিরভাগ কাজ ক্যাশলেস আর ফেস রিকগনিশন টেকনোলোজির মাধ্যমে করা হয়ে থাকে। মেলাক্স দাবি করেছে যে, সাইবার সুরক্ষার জন্য এয়ারওয়েভ আরও বেশি সুরক্ষিত ও ভালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।