হানিমুনে যেখানে যাচ্ছেন অভিনেত্রী মিম

মিম

বিনোদন ডেস্ক : সদ্য বিয়ে করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়ের পরপরই হানিমুনে মালদ্বীপ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মিম জানান, ১১ জানুয়ারি চার দিনের জন্য মালদ্বীপের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন। ছোট ছোট দ্বীপের সমন্বয়ে সাজানো দেশটিতে নিজেদের মতো কয়েকটি দিন কাটাবেন তারা।

মিম

মিম বলেন, ‘‘পৃথিবীর অনেক দেশ ঘুরেছি কিন্তু কখনো মালদ্বীপ যাওয়া হয়নি। দেশটার প্রতি আমার একটা আগ্রহ আছে। তাই আমাদের হানিমুনের প্রসঙ্গ যখন আসে, তখন দুজন মিলে মালদ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেই।’’

মিম আরো বলেন, ‘‘মালদ্বীপ সম্পর্কে ছবিতে দেখেছি, বইতে পড়েছি। সেখানকার সমুদ্রের রং খুবই পরিষ্কার, পানির রং নীল, বালুর রং সাদা। ছোট ছোট দ্বীপগুলো যেন নানান রঙের মাছের অ্যাকুয়ারিয়াম। ট্যুরিস্টদের অশান্ত মনকেও নাকি শান্ত করে দেয়।’’

ডিম নষ্ট কি না বুঝে নিন এক চিমটি লবণের সাহায্যে

তবে মিম-সনির হানিমুনে যাওয়ার দিনক্ষণ ঠিক হলেও করোনা পরিস্থিতির ওপরও নির্ভর করছে বিষয়টি। কেননা করোনা পরিস্থিতি আরও খারাপ হলে হয়তো মধুচন্দ্রিমার এ যাত্রা বাতিল হতে পারে।

গেল ১০ নভেম্বর জন্মদিনে বাদগান সারেন মিম। তার স্বামী সনি পোদ্দার একজন ব্যাংকার। ছয় বছরের প্রেমের পর তারা পারিবারিকভাবে ৪ জানুয়ারি বিয়ে করেন। মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে।