পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এই প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন। গত ১৮ সেপ্টেম্বর রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসেন তিনি। সফর শেষে রোববার মধ্যরাতে ঢাকাকে বিদায় জানান অভিনেত্রী।
এর আগে আন্তর্জাতিক ব্র্যান্ড সানসিল্কের আমন্ত্রণে পূর্বঘোষণা অনুযায়ী গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন হানিয়া আমির। সানসিল্কের নির্ধারিত কিছু শর্ত পূরণ করে সাধারণ দর্শকরাও প্রিয় তারকার সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পান। এরপর গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেওয়ার পরই তিনি পাকিস্তানে ফিরে যান।
সংক্ষিপ্ত সফর হলেও ঢাকার প্রতি আলাদা টান অনুভব করেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। সফর শেষে হানিয়া আমির বলেন, বাংলাদেশের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়েছেন।
এর আগে ঢাকায় আসার প্রথম দিনেই সামাজিক মাধ্যমে বাংলায় লিখে ভক্তদের হৃদয় ছুঁয়ে দেন হানিয়া আমির। তার এ সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে ছিল, ঠিক তেমনি নানা পরিকল্পনাও করেন এ অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা।
একটি ছবি শেয়ার করে ক্যাপশনে হানিয়া আমির লেখেন—আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?’ সঙ্গে যোগ করেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। মুহূর্তেই নেটিজেনরা তাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন।
এরই মধ্যে ঢাকায় কাটানো এ অভিনেত্রীর কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ঘুরতে যান পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। তাকে সঙ্গ দিয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। সেখানে কিছু সময় কাটান অভিনেত্রী। সেই সময়ের কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নেন হানিয়া।
সামাজিক মাধ্যমে সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে— রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া; তাদের একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গনে ফুচকা ও ঝালমুড়িও খেতে দেখা যায়। মাটির কাপে দুধ চাও খান তারা।
এ কনটেন্ট ক্রিয়েটর সামাজিক মাধ্যমে হানিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি-ভিডিও শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে ইফতেখার রাফসান লিখেছেন— ‘হানিয়া কেন ব্রেকআপ ঝালমুড়ি খেল?
উল্লেখ্য, পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হানিয়া আমির ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি খুব অল্প সময়েই প্রাণবন্ত অভিনয় ও উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন।
২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন এ অভিনেত্রী।
যাত্রী চাহিদা মেটাতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ
‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে হানিয়ার। এ সিনেমাটি পাকিস্তানে সাফল্য পেয়েছে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।