স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের শুরুতেই গোল পেয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’র ম্যাচে সৌদি আরবের বিপক্ষে পেনাল্টি থেকে গোলটি করেন লিওনেল মেসি।
এরপর প্রতিপক্ষের জালে আরও তিন বার বল জড়ায় আর্জেন্টিনা। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়।
এর আগে মূলত ৪-২-৩-১ ফরমেশনে স্কোয়াড সাজিয়েছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আক্রমণের দায়িত্বে রয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লাওতারো মার্টিনেজ।
গোল পোস্ট সামলাচ্ছেন অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজ। তবে রক্ষণভাগে চমক হিসেবে এসেছে নিকলাস তালিয়াফিকোর অন্তর্ভুক্তি। মার্কোস আকুনইয়াকে রাখা হয়নি একাদশে। রাইটব্যাক হিসেবে জায়গা পেয়েছেন নাহুয়েল মলিনা। রক্ষণের বাকি দুই জায়গায় খেলছেন ক্রিশ্চিয়ান রোমেরো আর নিকোলাস ওটামেন্ডি।
মিডফিল্ডের দুই জায়গায় লিয়ান্দ্রো পারেদেস আর রদ্রিগো ডি পলের খেলা ছিল নিশ্চিত। সন্দেহ ছিল এক জায়গায়। আলেহান্দ্রো পাপু গোমেজ নাকি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। কে পাবেন জায়গা, এই নিয়ে ছিল প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর মিলেছে একাদশে। ম্যাক অ্যালিস্টারকে বেঞ্চে রেখে পাপু গোমেজকে মাঠে নামিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
এক নজরে আর্জেন্টিনা একাদশ
গোলরক্ষক : এমি মার্টিনেজ
রক্ষণভাগ : মলিনা, রোমেরো, ওটামেন্ডি, তালিয়াফিকো
মধ্যমাঠ : ডি পল, পারেদেস, পাপু গোমেজ
আক্রমণভাগ : মেসি, লাওতারো, ডি মারিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।