স্পোর্টস ডেস্ক : বল হাতে হাফ সেঞ্চুরি করার সামনে দাঁড়িয়ে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আজ জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেট পেলেই দ্বিতীয় বাংলাদেশি ও বিশ্বে ২৭ তম বোলার হিসেবে টি-টুয়েন্টিতে বল হাতে হাফ সেঞ্চুরি করবেন মুস্তাফিজ।
টি-টুয়েন্টিতে ক্রিকেটে এখনো পর্যন্ত বল হাতে ৩২ ম্যাচে ৪৯ উইকেট লাভ করেছেন মোস্তাফিজ। তাই যদি আজকের ম্যাচে একটি উইকেট লাভ করেন তাহলে নিজের ৩৩তম ম্যাচেই ৫০ উইকেটর মালিক হবেন তিনি।
বাংলাদেশের হয়ে এর আগে একমাত্র সাকিব আল হাসান টি-টুয়েন্টিতে পঞ্চাশের বেশি উইকেট নিয়েছেন। মুস্তাফিজ নিলে তিনি হবেন দ্বিতীয়। ত্রিদেশীয় সিরিজ শুরু হওয়ার আগে মুস্তাফিজের উইকেট সংখ্যা ছিল ৪৮ কিন্তু প্রথম ম্যাচে ১ ও পরের ম্যাচে কোন উইকেট না পাওয়ায় এখনো ৫০ উইকেট পাওয়া হয়নি মোস্তাফিজের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


