স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলাটা যখন দিন দিন আলোর পথ দেখছিল ঠিক তখনই বড় দুঃসংবাদ পেল লাল-সবুজ দল। চোটের কারণে আগামী নভেম্বরের উইন্ডোতে লেস্টার সিটি মিডফিল্ডারকে দলে পাচ্ছে না বাংলাদেশ। অনুশীলনের সময় কাঁধের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ২৭ বর্ষী তারকা।
চোট থেকে সেরে উঠতে হামজার কত সময় লাগতে পারে সে বিষয়ে এখনই কিছু জানাননি লেস্টার সিটির কোচ স্টিভ কুপার। হামজার চোট প্রসঙ্গে কোচ বলেছেন, ‘কাঁধ নড়ে যাওয়া অবশ্যই বড় একটি আঘাত। আশা করি এটা যেমন ভাবছি ওতটা গুরুতর হবে না। আসলে কিছু করার ছিল না। আমরা এখনও এটা নিয়ে কাজ করছি। কতদিন সে বাইরে থাকবে জানি না। সপ্তাহ নাকি মাস, বলতে পারছি না এখনও।’
এরই মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন হামজা। ছাড়পত্র মিলেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের। এখন বাকি শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ও লেস্টার সিটির অনুমোদন। সেটা পেলেই লাল-সবুজ জার্সিতে মাঠে নামার দরজা খুলে যেতো হামজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।